আজ শুক্রবার | ২৫ জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২ | ২৯ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:৩৩

মামলা বাণিজ্য বন্ধের দাবীতে শহরে মানববন্ধন

ডান্ডিবার্তা | ২৩ জুলাই, ২০২৫ | ১১:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন ও সাধারণ সম্পাদক আরিফ মন্ডলসহ স্থানীয় বিএনপির কতিপয় নেতাদের মামলা বাণিজ্য ও চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন করেছে কাশীপুরবাসী। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরাসহ কাশীপুরের সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে কাশীপুরের যারা রাজপথে ছিলেন তাদের আজ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ব্যবসায়ী, মুদি দোকানদার, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মানবাধিকার কর্মী, রাজনীতির সাথে জড়িত নয়, নিরীহ মানুষ এমনকি বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরও মামলা দিয়ে হয়রানি করছেন কাশীপুর ইউনিয়ন বিএনপির কিছু নেতা। প্রতিপক্ষকে ঘায়েল ও চাঁদার দাবীতে তারা এই হয়রানিমূলক মামলা দিচ্ছে। আমরা এই মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে হয়রানিমূলক মামলায় যেন কাউকে গ্রেফতার না করা হয়। পাশাপাশি জেলা ও ফতুল্লা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি দাবী জানাচ্ছি যে, আপনাদের ইমেজ অক্ষুন্ন রাখতে এখনই কাশীপুর ইউনিয়ন বিএনপির কতিপয় নেতাদের ব্যবস্থা গ্রহণ করুন। নয়তো আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ জয়ে দাঁড়াবে। কতিপয় নেতাদের এহেন কর্মকান্ডের জন্য বিএনপির ভোট নষ্ট হচ্ছে। এ মিথ্যা মামলার জন্য কাশীপুরের অনেক বেকার যুবক বিদেশ যেতে পারছেনা। মামলা হওয়ার কারনে তারা পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছেনা। যদি কাউকে হয়রানীমূলক ভাবে গ্রেফতার করা হয় তাহলে আমরা এলাকাবাসী পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাও করবো।
এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিএনপি নেতা রতন হোসেন, কাশীপুর ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রতন শিকদার সহ কবীর, নূর আলম, শাহীন, আল-আমিন, বাবু, কামাল হোসেন, হালিম শিকদার, শফিকুল, রুহুল শিকদার, খোকন সরদার, মকবুল সরদার, হানজালা, শাহাদাত, সুমন, সোহেল, রায়হান, হানিফ প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা