
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন ও সাধারণ সম্পাদক আরিফ মন্ডলসহ স্থানীয় বিএনপির কতিপয় নেতাদের মামলা বাণিজ্য ও চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন করেছে কাশীপুরবাসী। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরাসহ কাশীপুরের সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে কাশীপুরের যারা রাজপথে ছিলেন তাদের আজ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ব্যবসায়ী, মুদি দোকানদার, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মানবাধিকার কর্মী, রাজনীতির সাথে জড়িত নয়, নিরীহ মানুষ এমনকি বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরও মামলা দিয়ে হয়রানি করছেন কাশীপুর ইউনিয়ন বিএনপির কিছু নেতা। প্রতিপক্ষকে ঘায়েল ও চাঁদার দাবীতে তারা এই হয়রানিমূলক মামলা দিচ্ছে। আমরা এই মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে হয়রানিমূলক মামলায় যেন কাউকে গ্রেফতার না করা হয়। পাশাপাশি জেলা ও ফতুল্লা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি দাবী জানাচ্ছি যে, আপনাদের ইমেজ অক্ষুন্ন রাখতে এখনই কাশীপুর ইউনিয়ন বিএনপির কতিপয় নেতাদের ব্যবস্থা গ্রহণ করুন। নয়তো আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ জয়ে দাঁড়াবে। কতিপয় নেতাদের এহেন কর্মকান্ডের জন্য বিএনপির ভোট নষ্ট হচ্ছে। এ মিথ্যা মামলার জন্য কাশীপুরের অনেক বেকার যুবক বিদেশ যেতে পারছেনা। মামলা হওয়ার কারনে তারা পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছেনা। যদি কাউকে হয়রানীমূলক ভাবে গ্রেফতার করা হয় তাহলে আমরা এলাকাবাসী পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাও করবো।
এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিএনপি নেতা রতন হোসেন, কাশীপুর ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রতন শিকদার সহ কবীর, নূর আলম, শাহীন, আল-আমিন, বাবু, কামাল হোসেন, হালিম শিকদার, শফিকুল, রুহুল শিকদার, খোকন সরদার, মকবুল সরদার, হানজালা, শাহাদাত, সুমন, সোহেল, রায়হান, হানিফ প্রমুখ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯