
ডান্ডিবার্তা রিপোর্ট
শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত কদমরসুল সেতুর জন্য বাংলাদেশ রেলওয়েকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ ফুট সড়ক ছেড়ে দেওয়ার একটি সমঝোতা স্মারক (গড়ট) স¤প্রতি জনসমক্ষে আসায় নারায়ণগঞ্জে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ২০২৩ সালের ১৮ এপ্রিল স্বাক্ষরিত এই স্মারক অনুযায়ী, রেলওয়ের জমিতে সেতু নির্মাণের বিনিময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এক নম্বর রেলগেট থেকে দুই নম্বর রেলগেট পর্যন্ত (সোহরাওয়ার্দী সড়ক) ১৪ ফুট রাস্তা রেলওয়েকে দেবে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা, এটিকে ‘আত্মঘাতী’ আখ্যা দিয়ে আন্দোলনের হুমকি দিয়েছেন। রেলস্টেশন, নদীবন্দর, বাস টার্মিনাল এবং দেশের বৃহত্তম রং-সুতার বাজার টানবাজারে যাওয়ার একমাত্র প্রধান সড়ক হলো সোহরাওয়ার্দী সড়ক। এছাড়া শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়, বন্দরের সঙ্গে যোগাযোগের জন্যও এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন জনগুরুত্বপূর্ণ একটি সড়ক ১৪ ফুট সংকুচিত করার সিদ্ধান্তে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের নাগরিক সমাজ। নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহŸায়ক রফিউর রাব্বির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত নারায়ণগঞ্জবাসীর জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এমনিতেই কদমরসুল সেতুর পশ্চিমাংশের র্যাম্প নারায়ণগঞ্জ কলেজের সামনে হলে ভয়াবহ দুর্ভোগ তৈরি হবে বলে সচেতন নাগরিকরা মনে করছেন। এর উপর সোহরাওয়ার্দী সড়ক ১৪ ফুট সংকুচিত হলে পুরো শহর অচল হয়ে পড়বে। বর্তমানেই সোহরাওয়ার্দী সড়কে যানজট নিত্যদিনের ঘটনা। ঢাকাগামী বাস রাস্তার দক্ষিণপাশে রেখে যানচলাচল ব্যাহত করছে। এর মধ্যে সড়কটি আরও ১৪ ফুট সংকুচিত হলে তা কার্যত একমুখী সড়কে পরিণত হবে। নাগরিক আন্দোলনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, জনগুরুত্বপূর্ণ এমন একটি সিদ্ধান্ত কীভাবে জনগণের মতামত উপেক্ষা করে সিটি করপোরেশন গ্রহণ করতে পারে। এই সমঝোতা স্মারকের তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “জনগণকে না জানিয়ে অপরিকল্পিত, জনস্বার্থ বিরোধী এ সকল প্রকল্প নারায়ণগঞ্জবাসী কখনো মেনে নেবে না এবং হতে দেবে না।”
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯