
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের বক্তাবলি ইউনিয়নে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে উঠে এলো উপেক্ষিত জনপদের দীর্ঘদিনের বঞ্চনার গল্প। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান আরো বলেন, “৫৩ বৎসরের হিসাব বুঝে নেওয়ার সময় হয়েছে। আমরা বছরের পর বছর আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি, সবাই আমাদেরকে শুধু আশ্বাসের জালে জড়িয়েছে।” তিনি আরও বলেন, “যারা এতদিন ক্ষমতার কেন্দ্রে থেকেছে, তারা শুধু মুখের বুলি শুনিয়েছে। এখন সময় এসেছে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার।” বক্তাবলির অবহেলিত চিত্র তুলে ধরে তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হলেও জনপ্রতিনিধিরা বরাবরই অবজ্ঞা করেছে। এই এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।” সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মাওলানা আনিসুর রহমান সভাপতি ও মাওলানা আশরাফ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “আমরা যদি মুফতি মনির হোসেন কাসেমের মতো যোগ্য একজন মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারি, তবেই আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো।” এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হারুন, মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, মোঃ মোশাররফ হোসেন, এম মোফাজ্জল ইবনে মাহফুজ, উক্ত অনুষ্ঠানে জমিয়ত ইসলামের আরো অনেক গুরুত্বপূর্ণ নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রমুক। এ সম্মেলন বক্তাবলি ইউনিয়নের রাজনীতিতে নতুন প্রত্যাশা আর জবাবদিহিতার বার্তা পৌঁছে দিল—জমিয়তের ভাষ্যে যেন জমে থাকা অভিমান আর জাগরণের আহŸান একসঙ্গে ধ্বনিত হলো।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯