আজ রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ১ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:১৭

৫৩ বছরের হিসাব নেয়া হবে

ডান্ডিবার্তা | ২৬ জুলাই, ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের বক্তাবলি ইউনিয়নে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে উঠে এলো উপেক্ষিত জনপদের দীর্ঘদিনের বঞ্চনার গল্প। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান আরো বলেন, “৫৩ বৎসরের হিসাব বুঝে নেওয়ার সময় হয়েছে। আমরা বছরের পর বছর আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি, সবাই আমাদেরকে শুধু আশ্বাসের জালে জড়িয়েছে।” তিনি আরও বলেন, “যারা এতদিন ক্ষমতার কেন্দ্রে থেকেছে, তারা শুধু মুখের বুলি শুনিয়েছে। এখন সময় এসেছে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার।” বক্তাবলির অবহেলিত চিত্র তুলে ধরে তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হলেও জনপ্রতিনিধিরা বরাবরই অবজ্ঞা করেছে। এই এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।” সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মাওলানা আনিসুর রহমান সভাপতি ও মাওলানা আশরাফ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “আমরা যদি মুফতি মনির হোসেন কাসেমের মতো যোগ্য একজন মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারি, তবেই আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো।” এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হারুন, মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, মোঃ মোশাররফ হোসেন, এম মোফাজ্জল ইবনে মাহফুজ, উক্ত অনুষ্ঠানে জমিয়ত ইসলামের আরো অনেক গুরুত্বপূর্ণ নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রমুক। এ সম্মেলন বক্তাবলি ইউনিয়নের রাজনীতিতে নতুন প্রত্যাশা আর জবাবদিহিতার বার্তা পৌঁছে দিল—জমিয়তের ভাষ্যে যেন জমে থাকা অভিমান আর জাগরণের আহŸান একসঙ্গে ধ্বনিত হলো।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা