
ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জের ঐতিহাসিক মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুর যেন এক মৃত্যুক‚পে পরিণত হয়েছে। গতকাল শুক্রবার সকালে আবারও ঘটলো এক লোমহর্ষক দুর্ঘটনা যা গত বছরের অনুরূপ, বরং আরও বিভীষিকাময়। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা চার বন্ধু ঐ জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পরেই এক বন্ধু শাহিন (২২) নিখোঁজ হয়ে যায়। বন্ধুরা প্রথমে ভেবেছিল সে মজা করছে। কিন্তু কয়েক মিনিট পর যখন কোনো সাড়া পাওয়া যায়নি, তখন শুরু হয় দিশেহারা খোঁজাখুঁজি। স্থানীয়দের সহায়তায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ঘণ্টাখানেক পর ডুবুরি দল এসে পুকুরে অভিযান চালায় এবং প্রায় দুই ঘণ্টা পরে শাহিনের নিথর দেহ উদ্ধার করে পুকুরের গভীর তলদেশ থেকে। নিহত শাহীন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চোয়ারীখোলা এলাকার ইদ্রিছ আলীর ছেলে। তিনি ঢাকার মুগদা এলাকায় কেবল অপারেটর হিসেবে কাজ করতেন। ঠিক এক বছর আগেও একই পুকুরে গোসল করতে নেমে ঢাকার নয় বন্ধুর একজন নিখোঁজ হয়েছিলেন। সেবারও পুকুরের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এমন টানা দুই বছর একই ধাঁচের দুর্ঘটনা জনমনে সৃষ্টি করেছে নানা প্রশ্ন ও ভীতি। স্থানীয় প্রবীণরা মনে করেন, পুকুরটিতে অলৌকিক কিছু রয়েছে। তাদের ভাষায়, “এই পুকুর কেউ অবমাননা করলে বা নিয়ম না মেনে নামে, তাকে পুকুর ‘ফিরিয়ে’ দেয় না। রূপগঞ্জ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, পুকুরটি অস্বাভাবিক রকম গভীর এবং কিছু জায়গায় তলদেশে কাদা ও শ্যাওলার স্তর রয়েছে। ফলে কেউ নিচে গেলে উপরে ভেসে আসতে দেরি হয়। তবে এত মৃত্যু কি কেবল দুর্ঘটনা? এমন প্রশ্ন এখন স্থানীয়দের কৌতূহল ও ভয়ের কারণ। বিশেষ করে যখন একই ধরনের ঘটনা প্রতি বছর ঘটে চলছে, তখন সাধারণ মানুষ এটিকে রহস্যজনক বা অতিপ্রাকৃত বলে ভাবতেই বাধ্য। শাহিনের মৃত্যুর পর আবারও আলোচনায় মুড়াপাড়া জমিদার বাড়ির সেই পুকুর। ইতিহাস, জনশ্রæতি ও বাস্তব ঘটনা মিলিয়ে যেন এক অমীমাংসিত রহস্য হয়ে উঠেছে এই পুকুর—যা ভবিষ্যতে গবেষকদের গবেষণার বিষয় হতেই পারে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯