আজ শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২ | ৩০ মহর্‌রম ১৪৪৭ | রাত ৯:০০
শিরোনাম:
একই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা বিএনপির    ♦     ক্লিন ইমেজধারীরা ধানের শীষ পাচ্ছেন    ♦     মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতদের স্মরণে মহিলা পরিষদের মৌন মিছিল    ♦     শ্রমিকলীগ ক্যাডার ডাকাত জাকির বিএনপি নেতাদের আশ্রয়ে    ♦     ভারতে মঞ্জুনাথের মন্দিরে গণকবরের অভিযোগে রাজ্য জোড়ে তোলপাড়    ♦     এস আইয়ের বিরুদ্ধে ঘুষ বানিজ্যর অভিযোগ    ♦     মাকসুদ মুছাপুরে ৩২টা বাড়িতে আগুন দেয়ার এত সাহস কোথায় পায়    ♦     বন্দরে বিএনপি’র সদস্যপদ নবায়ণ কার্যক্রমে নজরুলের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান    ♦     রাজনৈতিক সংকটের জন্য খায়রুল হক দায়ী    ♦     গণসংহতি’র উদ্যোগে ৫৪ শহীদের নামে বৃক্ষরোপণ    ♦    

রাজনৈতিক সংকটের জন্য খায়রুল হক দায়ী

ডান্ডিবার্তা | ২৬ জুলাই, ২০২৫ | ১২:১২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রাজনৈতিক সংকটের জন্য সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক শতভাগ দায়ী ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাতে ভবিষ্যতে ওই জায়গায় বসে, ক্ষমতার অপব্যবহার করে কেউ রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।’ গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের একজন বড় শত্রæ, যিনি বিরাট একটা পদে থেকে দেশের বিশাল ক্ষতি করেছেন। দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্বে ছিলেন। সেখানে সেই জায়গায় তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। জনগণ ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তত্ত¡াবধায়ক সরকারের ব্যাপারে শর্ট যে রায় দিয়েছিলেন পরবর্তীকালে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় তা আকাশ আর পাতালের তফাত ছিল। পূর্ণাঙ্গ যে রায় তিনি দিয়েছিলেন, সেটাও আমরা মনে করি যে রাষ্ট্রের বিরুদ্ধে গেছে।’ তিনি বলেন, ‘বিলম্ব হলেও তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সঠিকভাবে এ বিষয়গুলোর তদন্ত হবে এবং সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি।’ শিশু একাডেমি ভেঙে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘জানতে পেরেছি, শিশু একাডেমির যে ভবনটি রয়েছে সেই ভবনটি ভেঙে ফেলার জন্য একটা কথাবার্তা চলছে, এ ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বা একটা প্রস্তাব নেওয়া হচ্ছে। আমরা এটার বিরোধিতা করি।’ তিনি বলেন, ‘এটা (শিশু একাডেমি) বাংলাদেশের শিশুদের একটি প্রতিষ্ঠান, যেটা শিশুদের যে বিভিন্ন রকমের গঠন, তাদের বেড়ে ওঠা, তাদের মন-মানসিকতা তৈরি করা-এই সবকিছুকে নেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটার উদ্যোগ নিয়েছিলেন। তিনি প্রথম এই শিশু একাডেমি নির্মাণ করেছিলেন। এটাকে এখান থেকে সরানোটা একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না। এ ব্যাপারে খুব স্পষ্ট বক্তব্য, আমরা চাই না শিশু ভবনটি সেই জায়গা থেকে স্থানান্তরিত করা হোক। সেটাকে অন্য জায়গায় দেওয়া হোক। জাতি গঠনের ক্ষেত্রে এটা বাধা হয়ে দাঁড়াবে।’ এই সময় আরও উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব। বৃহস্পতিবার সকালে তিনি উত্তরার দিয়াবাড়ির তারারটেকের কাছে একটি পারিবারিক কবরস্থানে যান। এখানে এক পরিবারের তিন শিক্ষার্থী শায়িত আছে। মাইলস্টোন স্কুলের তিন শিক্ষার্থী আরিয়ান, হুমায়ুরা ও বাপ্পির পরিবারের সদস্যদের নিয়ে তাদের কবর জিয়ারত করেন তিনি। এরপর সেখানে আরও দুই শহীদ জুনায়েদ ও শারিয়ার কবরও জিয়ারত করেন বিএনপির মহাসচিব। তিনি নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত¡না দেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা