আজ শনিবার | ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৫ আশ্বিন ১৪৩২ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৫১

বিএনপির ঘরে-বাইরে সঙ্কট

ডান্ডিবার্তা | ২০ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির ভিতরে দ্ব›দ্ব এতটাই প্রকট আকার ধারণ করেছে তা রাজপথে ঘুরলেই দেখা যায়। বিএনপির দলীয় কার্যক্রমে নারায়ণগঞ্জ বিএনপিতে ঐক্যতা ফিরে আসেনি। কয়েক ভাবে বিএনপি নেতারা তাদের কর্মসূচি পালন করেছে। যা তাদের রাজনৈতিক দুর্বলতাই প্রকাশ পায়। আর এ সুযোগে অনন্য দলের নেতারা সুযোগ নিচ্ছে অনায়াসে। তবে বিএনপির মধ্যে যে দ্ব›দ্ব তৈরী হয়েছে তা মুটেও নিরসনের কোন পথ নেই। কারণ সকলেই নেতা। নারায়ণগঞ্জ বিএনপির মধ্যে নেই চেইন অব কমান্ড। কেউ কাউকে মানছে না। সেই সাথে বিএনপির নিজস্ব প্রচার মাধ্যম নেই। এদিকে বিএনপি অনেকটাই পিছিয়ে রয়েছে। জামায়াতের প্রচার মাধ্যম রয়েছে তাই তারা প্রচার প্রচারনায় বিএনপি থেকে এগিয়ে রয়েছে। আর বিএনপির নেতারা মনে করেন বিএনপি এতবড় দল তাদের হারায় কে? এমন মনোভাবে বিএনপিকে দিন দিন দুর্বল করে তুলছে। সেই সাথে যোগ হয়েছে বিএনপির কিছু অসাধু নেতার কর্মকান্ড। তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে হাট-মাঠ দখল থেকে চাঁদাবাজিতে মেতে উঠেছে। তাদের কর্মকান্ড যখন জনগণের সামনে চলে এসেছে এতে করেও বিএনপির চরম ক্ষতি হচ্ছে। এদিকে রাজনীতিতে নিজেদের ন্যারেটিভ প্রচার করতে না পারায় বিএনপি সংকটে পড়ছে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। এছাড়া সিদ্ধান্তের দীর্ঘসূত্রতা, নেতৃত্বে চেইন অব কমান্ডের স্ট্রাকচার না থাকা, দলের নির্দিষ্ট একক কৌশল প্রণয়নে সিদ্ধান্তহীনতা, বিশ্ববিদ্যালয়ে প্রার্থী নির্ধারণে দোদুল্যমানতা ও দলটির বিরুদ্ধে ব্যাপক সংঘবদ্ধ নেতিবাচক প্রচারণা তরুণদের মাঝে দলটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়াও ভারতপন্থী ট্যাগও দলটির চিরায়ত রাজনৈতিক ইমেজকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিএনপির নেতাদেরও অনেকে মনে করছেন, বিএনপি দলটিই নিজেই একটি ন্যারেটিভ। দলের নামের মধ্যেই রয়েছে এই সহজাত শক্তিশালী বয়ান। বাংলাদেশি জাতীয়তাবাদ, সবার আগে বাংলাদেশ, উদার ধর্মীয় স্বাধীনতা, সকল মত-পথ, ধর্ম-বর্ণে একক বাংলাদেশি জাতীয়তাবাদের চেয়ে তো আর বড় ন্যারেটিভ এখন হতে পারে না। আমাদের এখন যে শুধু ন্যারেটিভের ব্যাপক ব্র্যান্ডিং করার সংকট তা নয়, গত দেড় বছরে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। এছাড়া দলটিকে নিয়ে জনমনে ব্যাপক ইতিবাচক প্রত্যাশা এখনও বিদ্যমান। কিন্তু জেলা-উপজেলায় দলের একটি অংশের নেতিবাচক কাজকর্মে জনমনে দলটির একাংশ সম্পর্কে আস্থার সংকটও সৃষ্টি হয়েছে। কেননা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দল থেকে যাদের বহিষ্কার করা হয়, ঐ এলাকাতেই বিএনপির অন্য গ্রæপ তাদেরকে নিয়েই আবার দলীয় কার্যক্রম পরিচালনা করে। এতে বহিষ্কার শুধু কাগজে পরিণত হয় আর নির্বিঘেœ চলে বহিষ্কৃতদের দখলদারি ও চাঁদাবাজি। বিএনপির একাধিক নেতা এই ইস্যুতে নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারেক রহমানের বেশিরভাগ সিদ্ধান্তই এখন বাস্তবায়ন হয় না। বহিষ্কৃতদের সাথে যারা সম্পর্ক রাখবে, যদি তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া যেত, তাহলে মানুষের মাঝে আস্থার পরিবেশ সৃষ্টি হতো। যদি চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেত, তাহলে আরও ভালো হতো। তারেক রহমান বারবার পরিবর্তনের কথা বলছেন, কিন্তু সেই পরিবর্তন বিএনপি দৃশ্যমান করতে পারছে না। সেই সাথে বিএনপির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র তো আছেই। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, সূফিবাদী ইসলামী মূল্যবোধ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ন্যারেটিভের চেয়ে শক্তিশালী ন্যারেটিভ আর নেই। বিএনপির জন্ম ও জনপ্রিয়তা অর্জনের ভিত্তিও ছিল এসব। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভারতপন্থীদের বিরুদ্ধে বিপ্লবের মাধ্যমে ৭ নভেম্বর জিয়াউর রহমানের উত্থান। সেখান থেকেই সারা দেশের ইসলামী মূল্যবোধ, দেশপ্রেমিক বাম ও উদারপন্থী মানুষের মিলনস্থল ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বিএনপি। কিন্তু এসব প্রচার, প্রসার ও তরুণ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে বিএনপির শক্তিশালী উইং নেই। যার কারণে জামায়াত ও অন্যান্য দলগুলো সেই সুযোগ নিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী বলেন, বিএনপি নিজেই একটি ন্যারেটিভ ছিল। জিয়াউর রহমানের সততা, ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি বিএনপি ধরে রাখলে এবং তা ব্যাপকভাবে প্রচার ও প্রসারের মাধ্যমে বিএনপির ন্যারেটিভ শক্তিশালী করা সম্ভব। প্রবীণ এ রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ডাকসু ও জাকসুতে যাই হোক, জাতীয় পর্যায়ে বিএনপি শক্তিশালী দল। বিশ্ববিদ্যালয়গুলোতে ১৫ বছর ছাত্রদলকে স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ মনে করতো তাদের চ্যালেঞ্জ ছাত্রদল। এজন্য হলগুলোতে ছাত্রদলকে থাকতে দেওয়া হয়নি। যার কারণে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মেশারও সুযোগ ঘটেনি। অন্যদিকে শিবির সাধারণ ছাত্র হয়ে ওদের সাথে মিশেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা