আজ শনিবার | ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৫ আশ্বিন ১৪৩২ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:১৪

রূপগঞ্জে নারীদের নিয়ে দিপু ভ’ইয়ার উঠান বৈঠক

ডান্ডিবার্তা | ২০ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় পারটেক্স মিলের পাশে বালুর মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। হাজার হাজার নারী এতে অংশ নেন। এক পর্যায়ে উঠান বৈঠকটি জনসভায় পরিণত হয়। সভায় মুস্তাফিজুর ভুঁইয়া দিপু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস সংযোগ বৈধ করা হবে। জলাবদ্ধতা নিরসনে দ্রæত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এসময় উপস্থিত নারীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “রূপগঞ্জে বিগত সরকারের আমলে অবৈধভাবে দখলকৃত সব জমি উদ্ধার করা হবে। আগামীতে আওয়ামী দোসরমুক্ত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহŸায়ক সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন ও আরিফুজ্জামান ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা