
ডান্ডিবার্তা রিপোর্ট
রাজধানী ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী-শিক্ষকসহ সকলের মর্মান্তিক হতাহতের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা গভীর শোক প্রকাশ করে মৌন মিছিল করে। গতকাল শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি রীনা আহমেদের নেতৃত্বে এই মৌন মিছিল নবাব সলিমুল্লাহ রোডস্থ সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে মেট্রো হল সংলগ্ন প্রধান সড়ক ও চাষাড়া শহীদ মিনার ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বাংলাদেশ মহিলা পরিষদ অত্যন্ত দুঃখের সাথে অবলোকন করছে যে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে অসংখ্য কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পাইলট হতাহত হয়েছেন। কি হৃদয়বিদারক দৃশ্য! অনেকেই পুড়ে অঙ্গার, কত ছোট ছোট শিশু শরীরে দগদগে ক্ষত নিয়ে দৌড়ে বেরিয়ে আসছে! এসব দৃশ্য সহ্য করা যায় না। অনেকে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে। এই কঠিন মুহূর্তেও দেখেছি- স্কুলের দুই নারী শিক্ষক মায়ের মমতা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সন্তানতুল্য অনেক ছাত্র-ছাত্রীদের বাঁচিয়েছেন। শেষ পর্যন্ত নিজেদের জীবন রক্ষা করতে পারেননি। তাদের এই অবদানকে জাতি সারা জীবন মনে রাখবে। এছাড়াও অন্যান্য শিক্ষক, স্কুল সংশ্লিষ্ট লোকজন আহতদের উদ্ধার করতে গিয়ে নিজেরাও মারাত্মক আহত হয়েছেন। তাঁদেরও শ্রদ্ধাভরে স্মরণ করি। এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রæত সুস্থতা কামনা করি। সেই সাথে সরকারের প্রতি জোর দাবি জানাই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা। হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করা ও তাদের পরিবার গুলোকে ক্ষতিপূরণ প্রদান করা। ত্রæটিপূর্ণ প্রশিক্ষণ বিমান কেন আকাশে উড়বে- এই বিষয়টি দ্রæত তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে সরকারকেই এই দায় নিতে হবে। ঢাকাসহ কোন জনবহুল এলাকায় বিমান ও সেনাবাহিনী এবং অন্যান্য কর্তৃপক্ষ কোন রকম প্রশিক্ষণ চালাতে পারবে না। এই বিষয়গুলোতে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানানো হচ্ছে। এই শোক মৌন মিছিলে অংশগ্রহণ করেন জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, প্রশিক্ষণ সম্পাদক লায়লা ইয়াসমিন, অর্থ সম্পাদক শীলা সরকার, প্রচার সম্পাদক রোজী আবেদীন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পাল, জেলা সদস্য কাউছার আক্তার পান্না, নীলা আহমেদ, পল্লবী প্রত্যাশা, তরুণী সদস্য ঢাবি’র ছাত্রী জান্নাতুল ফেরদাউসহ এক ঝাঁক তরুণী সদস্য। সকলের চোখে মুখে বেদনার ছাপ।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯