আজ বুধবার | ৩০ জুলাই ২০২৫ | ১৫ শ্রাবণ ১৪৩২ | ৪ সফর ১৪৪৭ | দুপুর ১২:১৫

হাসিনা ও আ’লীগ ক্ষমার অযোগ্য

ডান্ডিবার্তা | ২৭ জুলাই, ২০২৫ | ১০:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
পলাতক শেখ হাসিনা ও আওয়ামীলীগের নেতারা দেশ ও জনগণের সাথে যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। এমনই মন্তব্য করেছেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের রিকশা চালক কাশেম আলী বলেন, আমরা সাধারণ মানুষ দিনভর খেটে খাই। আমরা রাজনীতি বুঝিনা। তবে বড় কষ্ট লাগে শেখ হাসিনা ও তার বাহিনী যেভাবে ছাত্র ও জনগণের উপর গুলি করে হত্যাকান্ড চালিয়েছে তাতে শেখ হাসিনার প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই আসে না। চাষাড়ায় ফুটপাতে কাপড় ব্যবসায়ী রুবেল জানান, শেখ হাসিনার সময় আতঙ্কে ছিলাম। কখন তার দলের লোকেরা এসে শহরে অস্থিরতা সৃষ্টি করে। আমাদের নিয়ে তারা অনেক নাটক করেছে। আর এ নাটক হয়েছে শুধু চাঁদা নেয়ার জন্য। আমাদের একটাই ভয় সব সময় কাজ করেছে কে কখন এসে বলে আমি হাজী সাহেবের লোক। কারণ হাজী সাহেবের লোক বললে গলা শুকিয়ে যেত। শেখ হাসিনা যে প্রতিশ্রæতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার সিকিভাগও করেনি। সে শুধু করেছে তার দলের লোকদের পকেচ ভারি করার সুযোগ। আজকে দেশে যত কিছুর দাম বেড়েছে তা শেখ হাসিনার নিয়ন্ত্রিত সিন্ডিকেটের জন্য। আমারা আজও সেই ভোগান্তি পোহাচ্ছি। নারায়ণগঞ্জের বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, শেখ হাসিনা একজন খুনি। তার নির্দেশে দেশে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তার মত জঘন্য আর কেহ হতে পারে না। সে ফেরাউনের চেয়েও জঘন্য। অকাতরে মানুষ হত্যার দায়ে আমার শেখ হাসিনার ফাঁসি দেখতে চাই। আর আওয়ামীলীগ নামটি যেন একেবারে নিশ্চিহৃ করে দেয়া হয়। এইদকে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না। দুদু বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় লুটপাটকারী, দুর্নীতিকারী ও গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। তাদের বিচার না হলে স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৫ বছর যারা আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন এবং স¤প্রতি জুলাই-আগস্টে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি অবমাননা হবে। আহতদের প্রতিও তা হবে অসম্মান। তাই তাদের বিচার যত দ্রæত সম্ভব করতে হবে। এই সরকার যদি তা সম্পন্ন করতে না পারে, তবে আগামীতে গণতান্ত্রিক পন্থায় জনগণের ভোটে ক্ষমতায় আসা সরকার সেই বিচার করবে। হাসিনা ও আওয়ামী লীগকে লুটপাটকারী, খুনি আখ্যা দিয়ে দুদু বলেন, হাসিনা ও তার দল হিটলারের অনুসারী। তারা দানব, আর এই দানবদের কারিগর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তাকে বিচারপতি বলতেও ঘৃণা লাগে। মিডিয়া এখনো কেন তাকে প্রধান বিচারপতি বলে সম্বোধন করে, তা আমি বুঝি না। হাসিনা ও খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে অসম্মান করেছেন, গণতন্ত্রকে অপমানিত করেছেন। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের দোসরদের জনগণ কখনো মাফ করবে না। এদিকে এখনো আওয়ামী দোসররা মাথাচাড়া দিতে শুরু করেছে। তারা শেখ হাসিনার নির্দেশে গোপন সভা, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সমমনা দলে অনুপ্রবেশ করে দেশে অস্থিরতার সুযোগের অপেক্ষায় রয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছেন। এ জন্য সরকারকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর আহবান জানান সাধারণ মানুষ। সাধারণ মানুষ আর অস্থিরতা চায় না। মানুষ শান্তিতে দেশে বসবাস করতে চায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা