আজ বুধবার | ৩০ জুলাই ২০২৫ | ১৫ শ্রাবণ ১৪৩২ | ৪ সফর ১৪৪৭ | সকাল ১১:৫৭

না’গঞ্জে বির্তকে কোনঠাসা যুবদল-ছাত্রদল

ডান্ডিবার্তা | ২৭ জুলাই, ২০২৫ | ১০:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দিন দিন কোনঠাসা হয়ে পড়ছে নারায়ণগঞ্জের যুবদল ও ছাত্রদল। যদিও ছাত্রদলের কমিটি বিলুপ্ত করার পর এখনো নতুন কমিটি দেয়া হয়নি। তারপও তারা ছাত্রদলের ব্যানারে তাদের কাজকর্ম চলিয়ে যাচ্ছে। গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বিএনপির রাজনীতিতে নতুন গতি চলে আসলেই তরুণ রাজনীতি সংগঠন হিসেবে পরিচিত যুবদল-ছাত্রদল বিভিন্ন কৌশলে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ব্যবসা-বানিজ্যে সবই দখলে নিয়ে কোনঠাসা হয়ে পরে। সারাদেশ জুড়েই যুবদল-ছাত্রদলের বিরুদ্ধে দখলবাজি-চাঁদাবাজিসহ শত শত অভিযোগ রয়েছে। এদিকে একক রাজত্ব কায়েমের লক্ষে জেলা যুবদল করছে না ইউনিট কমিটি ও নিজেদের কমিটি পূর্ণাঙ্গ। অন্যদিকে মহানগর যুবদল ইতিমধ্যে কয়েক দফায় ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে তোড়জোড় করে বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়নে কর্মী-সভা করে হঠাৎ তারা ও ঝিমিয়ে পরেছেন। যাকে ঘিরে মূল্যায়ন পাচ্ছে না দলের ত্যাগী কর্মীরা। এদিকে কমিটি গত ২ বছরের অধিক সময় পার হলে ও জেলা ও মহানগর যুবদল বারবারই নিজেদের ব্যর্থতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জানা যাচ্ছে, বর্তমানে জেলা যুবদলের আহŸায়ক ও সদস্য সচিব একের অপরের সাথে দ্ব›েদ্ব থাকলে ও বর্তমানে উভয়ে যার যার অবস্থান থেকে ব্যবসায়-বাণিজ্যে করে ফুলে ফেঁপে যাচ্ছেন। একই সাথে নয়া নয়া ব্যবসার চিন্তায় মগ্ন হয়ে আছেন জেলা যুবদলের এই দুই নেতা। তারা মাইকে বড় বড় ভূলি গজিয়ে কথা বললে ও কার্যক্রমে তারা দৃঢ়গতি ও দুর্বল। তা ছাড়া কেন্দ্রীয় যুবদল নেতা ৭ দিনের সময় দিলে ১ মাস অতিবাহিত হলেও কমিটি পূর্ণাঙ্গের নেই কোন আভাস। যাকে ঘিরে জেলা যুবদলের বিরুদ্ধে কেন্দ্রের দ্রæত হস্তক্ষেপ কামনা করছে তৃণমূলের নেতাকর্মীরা। তা ছাড়া মহানগর যুবদলের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, মহানগর যুবদলের সদস্য সচিবের পকেট খালি হলেই তিনি কমিটি গঠনের ক্ষেত্রে তৎপর হয়ে উঠেন। এমনকি বিভিন্ন সময় নিজেরা বসে সকালে কমিটি করে সেই কমিটির কাগজ বিকালে ছিঁড়ে ফেলার নজির ও সৃষ্টি করেছেন কমিটির সদস্য সচিব। তা ছাড়া কমিটির আহŸায়ক বারবারই কমিটি গঠনের জন্য তোড়জোড় করলে ও ইউনিট কমিটি গঠনের লক্ষে কোন হস্তক্ষেপ নেই সদস্য সচিবের। সদস্য সচিব বিভিন্ন কায়দায় ইউনিট কমিটিগুলোর একাধিক প্রার্থীদের বিভিন্ন সেক্টরে নিয়োগ দিয়ে তিনি নিয়ন্ত্রণ করছেন। যার কারণে তিনি কমিটি দিলেই সব ছন্নছাড়া হয়ে যাবে সেই লক্ষ্যেই আটকা রয়েছে ইউনিট কমিটিগুলো। এদিকে নানাকাÐ ঘিরে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা বর্তমানে জড়িয়ে পরেছেন নানা বিতর্কে। অন্যদিকে বর্তমানে বিএনপির ফুরফুরে মেজাসের সময়ে বিতর্ক মাথায় নিয়ে গত ১০ মাস যাবৎ জেলা ও মহানগর ছাত্রদল নেতৃত্বহীন অবস্থায় হয়ে পরেছেন। কয়েক মাস আগেই কেন্দ্রীয় ছাত্রদল পুরনো কমিটি বিলুপ্ত করলেও এখন পর্যন্ত ১০ মাসে নতুন নেতৃত্ব ঘোষণা হয়নি। এতে হতাশা বাড়ছে কর্মীদের মধ্যে, রাজপথে সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীরা হয়ে পড়ছেন উপেক্ষিত। গত ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ছাত্রদল কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্ত করা হয় উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, কলেজ ও ওয়ার্ড কমিটিসমূহও। ঘোষণার পর থেকেই প্রত্যাশা ছিল দ্রæতই গঠিত হবে নতুন নেতৃত্ব। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং সময় গড়ালেও সেই প্রক্রিয়া এখনো অর্ধেক পথেই। আন্দোলনে অগ্রভাগে, অথচ উপেক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন বিএনপি দমন-পীড়নের শিকার হয়ে প্রায় নিষ্ক্রিয়, ঠিক তখন রাজপথে ছাত্রদলই ছিল দলের মূল ভরসা। অবরোধ, হরতালসহ কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি নারায়ণগঞ্জে সফল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশের গুলি, মামলা, গ্রেপ্তার আর নির্যাতনের ভয় উপেক্ষা করে তারা মাঠে ছিলেন বুক চিতিয়ে। অনেকে কারাবরণও করেন, অনেকে বাড়িছাড়া হয়ে জীবন কাটিয়েছেন। তবু সেই সাহসী কর্মীরাই এখন দলীয় আনুষ্ঠানিকতা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের ধীরগতিতে কোণঠাসা হয়ে পড়ছেন। মাঠের নেতা-কর্মীরা বলছেন, আন্দোলনের সময় যারা নেতৃত্ব দিয়েছেন, তাঁরাই যেন ভবিষ্যতের নেতৃত্বে আসেন। এটাই তাদের প্রত্যাশা। এদিকে মহানগর ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা বর্তমানে যে যার যার মতো করে ব্যবসা-বাণিজ্যে পরিচালনা করছে আবার অনেকে করছেন চাঁদাবাজি-লুটপাট। যাকে ঘিরে একের এক বিতর্ক ছড়াচ্ছে ছাত্রদল নেতারা। তা ছাড়া বর্তমানে জেলা ও মহানগর ছাত্রদলের প্রত্যাশী নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজমান রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা