আজ বুধবার | ৩০ জুলাই ২০২৫ | ১৫ শ্রাবণ ১৪৩২ | ৪ সফর ১৪৪৭ | দুপুর ১২:১২

দ্বিতীয় স্বামী রেখে প্রথম স্বামীর সংসারে এসে হত্যার শিকার গৃহবধূ

ডান্ডিবার্তা | ২৭ জুলাই, ২০২৫ | ১০:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ধরে স্বামী হাতে ইতি আক্তার (২৫) নামের এক স্ত্রী হত্যা শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। নিহত নারী ঢাকা জেলার নবাবগঞ্জের মানিক গাজীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজমিজি বাতানপাড়া এলাকার রওশন চেয়ারম্যানের ভাই ইব্রাহিমের বাড়িতে বসবাস করতেন ইতি আক্তার ও তার স্বামী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে ঝামেলা চলছিল। গত শুক্রবার হঠাৎ তাদের বসতঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। পরে প্রতিবেশীরা ঘুরে প্রবেশ করে দেখতে পান যে স্ত্রী ইতি আক্তার ফ্লোরে পড়ে আছেন এবং এর পাশেই স্বামী বিল্লাল হোসেন বসে রয়েছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এবং স্বামীকে আটক করে। ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পারিবারিক কলহের জেরেই এই হত্যা হয়েছে। মৃত নারী তার স্বামী বিল্লাল হোসেন ও ৬ বছরের একটি সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে আরেকটি বিয়ে করেছিলেন। ইতি আক্তার তার প্রথম সংসার ছেড়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে দুই মাস সংসার করে গত দুইদিন পূর্বে আবারও বিল্লালের ঘরে ফিরে এসেছে। এরমধ্যে মোবাইল ফোনে কথা বলা নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হলে স্বামী বিল্লাল হোসেন রুটি তৈরির বেলুন দিয়ে মাথায় আঘাত করলে ওস মৃত্যুবরণ করে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা