
ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন জাতি ভুলে না যায় এই আহŸান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, “আমাদের সেই জুলাইয়ের যাত্রায় যে রক্ত ঝরে ছিল, এবং আহত হয়েছিল তাদের যে আত্মত্যাগ ছিল, সেগুলো যেন ভুলে না যাই। এবং তাদের মধ্যে যে দেশপ্রেম ছিল, সেই দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি।” গতকাল শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠন” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের বক্তব্য শুনে আমাদের হৃদয় ব্যথিত হয়েছে। বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই সেই রক্তের প্রতিদান দেওয়া সম্ভব হবে।” তিনি বলেন, “আহতদের যে বেদনা, সেটি একটি নিরাপদ স্থান পাবে একটি সুন্দর সমাজ গঠনের মাধ্যমে।” এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠানে সারাদেশের সঙ্গে ভার্চুয়াল সংযুক্ত হয়ে শপথ পাঠ করান সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহŸায়ক নিরব রায়হান, মহানগরের আহŸায়ক মাহফুজ খান, জেলার সদস্য সচিব জাবেদ আলম, এনসিপির জেলা সদস্য সোনিয়া আক্তার লুবনা, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কর্নিয়া, ছাত্রফেডারেশনের জেলা অর্থ সম্পাদক শাহীন মৃধা প্রমুখ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯