আজ রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২ | ১ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:১০

বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই সেই রক্তের প্রতিদান দেওয়া সম্ভব হবে

ডান্ডিবার্তা | ২৭ জুলাই, ২০২৫ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন জাতি ভুলে না যায় এই আহŸান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, “আমাদের সেই জুলাইয়ের যাত্রায় যে রক্ত ঝরে ছিল, এবং আহত হয়েছিল তাদের যে আত্মত্যাগ ছিল, সেগুলো যেন ভুলে না যাই। এবং তাদের মধ্যে যে দেশপ্রেম ছিল, সেই দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি।” গতকাল শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠন” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের বক্তব্য শুনে আমাদের হৃদয় ব্যথিত হয়েছে। বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই সেই রক্তের প্রতিদান দেওয়া সম্ভব হবে।” তিনি বলেন, “আহতদের যে বেদনা, সেটি একটি নিরাপদ স্থান পাবে একটি সুন্দর সমাজ গঠনের মাধ্যমে।” এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠানে সারাদেশের সঙ্গে ভার্চুয়াল সংযুক্ত হয়ে শপথ পাঠ করান সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহŸায়ক নিরব রায়হান, মহানগরের আহŸায়ক মাহফুজ খান, জেলার সদস্য সচিব জাবেদ আলম, এনসিপির জেলা সদস্য সোনিয়া আক্তার লুবনা, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কর্নিয়া, ছাত্রফেডারেশনের জেলা অর্থ সম্পাদক শাহীন মৃধা প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা