আজ রবিবার | ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১:২৬

ভোটের অধিকার না থাকলে গণতন্ত্রও থাকে না

ডান্ডিবার্তা | ২৭ জুলাই, ২০২৫ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। মানুষ তার ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার অধিকার প্রয়োগ করবে—এই অধিকারগুলোই হলো গণতন্ত্রের মূল ভিত্তি। ভোটের অধিকার না থাকলে গণতন্ত্রও থাকবে না।” তিনি আরও বলেন, “ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একজন নাগরিক জনপ্রতিনিধি নির্বাচন করে, তার মতামত প্রকাশ করে। আর এভাবে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হয়। গত ১৫ বছর দেশে সেই জবাবদিহিতা ছিল না। সরকার যা খুশি করেছে, কোনো ভয় ছিল না। কিন্তু প্রকৃত গণতন্ত্রে পাঁচ বছর পর জনগণের সামনে ফিরে আসতে হয়, জবাব দিতে হয়।” বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, “ভোটাধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকেছে। জীবন বাজি রেখে আন্দোলন করেছে। আজ যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।” ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহŸায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ ও দেলোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় আয়োজনটি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক সামছুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক সদস্য আলাল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসরাফিল প্রধান, থানা বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ, নজরুল ইসলাম মিন্না, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন ও ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা