
ডান্ডিবার্তা রিপোর্ট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গভীর শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি এরই মধ্যে দলের পূর্বঘোষিত অনেকগুলোর কর্মসূচি স্থগিত করেছেন। বিমান দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার অভিযানের তৎপরতার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুর্ঘটনার দিন সঙ্গে সঙ্গে দলের সিনিয়র নেতাদের ঘটনাস্থলে ও বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিতে নির্দেশ দেন। এখন বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিচ্ছেন তিনি। বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিবদের মাধ্যমে নিহতদের পরিবারের খোঁজ নিচ্ছেন তারেক রহমান। উল্লেখ্য যে, গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে শিশু শিক্ষার্থীই সবচেয়ে বেশি। নিহতদের খোঁজ নিচ্ছেন তারেক রহমান: জানা গেছে, তারেক রহমানের নির্দেশে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বেলা ১১টায় তিনি উত্তরার দিয়াবাড়ির তারারটেকের কাছে একটি পারিবারিক কবরস্থানে যান। সেখানে একই পরিবারের তিন শিক্ষার্থী শায়িত আছে। বিএনপি মহাসচিব মাইলস্টোন স্কুলের তিন শিক্ষার্থী আরিয়ান, হুমায়রা ও বাপ্পির পরিবারের সদস্যদের নিয়ে তাদের কবর জিয়ারত করেন। এরপর সেখানে আরও দুই শহীদ জুনায়েদ ও শারিয়ারের কবরও জিয়ারত করেন তিনি। পরে মির্জা ফখরুল নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত¡না দেন। এ ছাড়া দলের সিনিয়র নেতারা পর্যায়ক্রমে অন্য শহীদদের পরিবারের খোঁজ নেবেন বলে জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানতে চাইলে তিনি বলেন, আজ শুক্রবার শহীদ এবি শামীমের পরিবারকে সমবেদনা জানাতে ও খোঁজ নিতে রাজধানীর উত্তরা ১৫নং সেক্টরে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। টঙ্গীর তুরাগের মোল্লাবাড়ি এলাকায় শহীদ সারিয়া আকতারের বাড়িতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মাইলস্টোন স্কুলের শিক্ষক শহীদ মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করতে আজ শুক্রবার নীলফামারীতে যাবেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ মহিলা দলের নেতৃবৃন্দ। আগামী রোববার শহীদ শিক্ষিকা মাহেরীন চৌধুরীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসায় খোঁজ নিতে ও সমবেদনা জানাতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা এরই মধ্যে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিয়েছি। চিকিৎসকদের কাছে আহত শিশুদের অবস্থা সম্পর্কে জেনেছি। আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে উদ্বিগ্ন। আমি আহতদের সর্বশেষ অবস্থা জেনে খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছি। ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের আহতদের পাশে থাকার জন্য বলেছেন। আহতদের রক্তের যেন সংকট না হয়, সেজন্য যেসব হাসপাতালে আহতরা আছেন, তাদের পাশে থেকে প্রয়োজনীয় রক্ত পৌঁছানোর জন্য বলেছেন। সেভাবে আমরা সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি। তিনি আহতদের পূর্ণ সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন। তারেক রহমানের তাৎক্ষণিক পদক্ষেপ: জানা গেছে, গত সোমবার যেদিন বিমানটি বিধ্বস্ত হয় সেদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে পেশাজীবী সমাবেশে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। কিন্তু বিমান দুর্ঘটনার পরপরই তিনি সমাবেশ সংক্ষিপ্ত করেন এবং আরও অনেকগুলো পদক্ষেপ নেন। তার নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপগুলো হচ্ছে জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বনির্ধারিত র্যালি বাতিল, মহিলা দলের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ‘নারীদের অবদান’ শীর্ষক অনুষ্ঠান বাতিল এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভায় বিএনপির দলীয় সংগীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনা সভায় মাইলস্টোনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও আহতদের আশু সুস্থতা কামনা। এ ছাড়া তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে বিভিন্ন নির্দেশনা দেন। তিনি একটি উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাইলস্টোন দুর্ঘটনায় হতাহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তিনি। এরই মধ্যে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এবং মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সর্বশেষ গত সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত ছাত্রছাত্রীদের ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে, বিমান দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসাসহ যে কোনো পদক্ষেপ নিতে বিএনপি মিডিয়া সেলের আহŸায়ক ডা. মওদুদ হোসেন আলমগীরকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯