আজ সোমবার | ২৮ জুলাই ২০২৫ | ১৩ শ্রাবণ ১৪৩২ | ২ সফর ১৪৪৭ | রাত ১০:৪৭

আন্ত:জেলা ডাকাত লিটন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৮ জুলাই, ২০২৫ | ১১:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে লিটন (২৮) নামে সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে এলাকাবাসীর সহায়তায় বন্দরের হালুয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত লিটন মদনপুর ইউপির বাগদোবাড়িয়া গ্রামের জাহের আলীর ছেলে। তার বিরুদ্ধে ব্যাটারী চালিত অটো ছিনতাই, অটোরিকশা ব্যাটারী চুরি, বাসাবাড়ি ও মোটরসাইকেল চুরিসহ আন্ত:জেলা ডাকাত দলের সাথে ডাকাতির অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, গত শনিবার গভীর রাতে বন্দর ও সোনারগাঁও উপজেলার সীমান্তবর্তী বিষ্ণপুরা এলাকার হানিফ মিয়ার অটো গ্যারেজ থেকে ১০টি ব্যাটারী চুরি করে প্রাইভেটকারে তোলার সময় প্রাইভেটকার সহ তিন চোরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরবর্তীতে রাজনৈতিক দলের নেতাদের ইশারায় চুরি ও ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেকার ও কাগজপত্র রেখে লিটন, স্বপন ও জাহিদ নামে তিন চোর পালিয়ে যায়। পরে লিটনকে ধাওয়া করে হালুয়াপাড়া এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শাহাদাৎ হোসেন জানান, লিটন, আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। সে রেন্ট এ কার চালকের আড়ালে প্রাইভেটকারের নাম্বার প্লেট খুলে নানা অপরাধ কর্মকান্ড চালায়। তার বিরুদ্ধে ব্যাটারী চালিত অটো ছিনতাই, অটোরিকশার ব্যাটারী চুরি, বাসাবাড়িতে চুরি ডাকাতি ও মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃত লিটনকে মোটরসাইকেল চুরির মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা