
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল এবং ভিক্টোরিয়া হাসপাতালে কর্তৃপক্ষের সাথে আমরা মিটিং করেছি। আমরা বলেছি, সেখান থেকে যে রোগীদের বিভিন্ন জায়গায় রেফার করা হয়, সেটা কেন রেফার করা হলো এই কারণটাও তাদের লিখ দিতে হবে। রোগী গেলেই যে অন্যত্র জায়গায় শুধু রেফার করে দেবে আর মাসের পর মাস বেতনে নেবে এটাতো হতে পারে না। রোগীদের অন্যত্র রেফার করার কারণ যদি মেশিন নষ্ট থাকে, তাহলে কেন মেশিন ঠিক করা হলো না, মেশিন ঠিক কেন করতে পারবে না সে বিষয়টা আমাদের জানাতে হবে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভাতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা যানজট নিরসনে বিষয়েও বিভিন্ন মতামত দেন। ডিসি আরও বলেন, খানপুর হাসপাতালে সরঞ্জাম আমি নিজে ব্যক্তিগতভাবে অর্ডার করেছি। সেগুলা আসলে আমরা খুব তাড়াতাড়ি আইসিইউ চালু করে দিব। ভিক্টোরিয়া হসপিটালের ইমারজেন্সি রুমটা সংস্কার করা হচ্ছে। এছাড়াও খানপুর হাসপাতাল আমাদের একই পরিকল্পনা আছে। তারপরও খানপুর হসপিটালে দুই হাজার ডেঙ্গু কিট সরবরাহ করেছি। নারায়ণগঞ্জ সার্বিক উন্নয়ন আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জের যানজট সমস্যা সমাধানের জন্য চেম্বার অফ কমার্সের সহযোগিতা লাগবে। বাস মালিকরে অনুরোধ করবো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নামাতে পারবেন না। যদি যাত্রীরা কোন খারাপ ব্যবহার করে প্রয়োজনে আমরা আইনত ব্যবস্থা নেব তবে নির্দিষ্ট স্থান ছাড়া বাস সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রি নামাতে পারবে না। লক্কর ঝক্কর ফিটনেসহীন কোন গাড়ি আমরা চালাবো না, এতোটুকু সৌজন্যবোধ আমাদের থাকতে হবে। নারায়ণগঞ্জের মতো একটি শহরে যদি লক্কর ঝক্কর বাস চলে তাহলে অন্যান্য শহর গুলো কি করবে? মতবিনিময় সভায় বিকেএমইএ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাল্স এন্ড লেনটিল ক্রাশিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস রি-সাইকেলিং কালার ফাইবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ নারায়ণগঞ্জের স্থানীয় পর্যায়ের ৩৩টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনসহ প্রমুখ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯