
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে জরুরিভিত্তিতে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ দাবিতে গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে ব্যবসায়ীদের এই সংগঠনটি। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ীরা এক মতবিনিময় সভা করেন। ওই সভায় শহরে যানজটের কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এদিকে, ব্যবসায়ীদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শহরের প্রধান প্রধান সড়কগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি, রোগীসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শহরের চাষাঢ়া, নিউমার্কেট, কালিরবাজার, মÐলপাড়া মোড়, বঙ্গবন্ধু সড়ক, ২নং রেলগেট, পুলিশ লাইন্স, খানপুর, সদর হাসপাতাল, পঞ্চবটি এলাকা ও পুরাতন কোর্ট এলাকায় ট্রাফিক বিশৃঙ্খলা ও যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে মানুষকে। চেম্বার সভাপতি ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ট্রাফিক নিয়ন্ত্রণে সঠিক পরিকল্পনা ও নজরদারির অভাবে এই জটিলতা সৃষ্টি হচ্ছে। তাছাড়া অবৈধ পার্কিং, ব্যাটারিচালিত রিকশা, ট্রাক-লরি চলাচল, রাস্তার ওপর অবৈধ দোকানপাট ও হকারদের অবস্থানের কারণেও সমস্যার অবনতি ঘটছে। চেম্বার নেতারা বলছেন, এ অবস্থার দ্রæত উন্নয়ন না হলে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়বে। তারা এ সংকট নিরসনে ট্রাফিক বিভাগ, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত পদক্ষেপ চান। ট্রাফিক ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান দিপু ভূঁইয়া। ব্যবসায়ী নেতারাসহ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনসহ প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯