
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ড্রেজারের পাইপ বসাতে রাতের আঁধারে গুরুত্বপূর্ণ আদমজী সড়ক সুড়ঙ্গ করা হয়েছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্থ হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ডিএনডি লেকের বিনোদন কেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ। কথিপয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় জাতীয় পার্টির নেতা বালু ব্যবসায়ী মহব্বত আলী তপু ওরফে বাবু ড্রেজারের পাইপ বসিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, নাসিকের উদ্যোগে ডিএনডি লেককে বিনোদন কেন্দ্র নির্মাণের প্রকল্প কাজ এখনো শেষ হয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি বিনোদন কেন্দ্রটি। তবু প্রশান্তির জন্য প্রতিদিন বিনোদন প্রেমি দর্শনার্থীদের ভির জমে লেক পাড়ে। লেকের পূর্ব পাশে আদমজী নারায়ণগঞ্জ সড়ক ও পশ্চিম পাশে সিটি করপোরেশন নতুন আরেকটি সড়ক নির্মাণ করেন। আদমজী ইপিজেটসহ বিভিন্ন শিল্প কারখানা থাকায় দুটি সড়ক দিয়ে ভারি যানবাহন ও হাজার হাজার শ্রমিক চলাচল করে। ফলে দুটি সড়কই খুবই গুরুত্বপূর্ণ। অভিযোগ উঠেছে, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাগানবাড়ি এলাকার মৃত মিছির আলীর ছেলে বালু ব্যবসায়ী মহব্বত আলী তপু ওরফে বাবু স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে হাত করে বসাচ্ছে ড্রেজার। শতীলক্ষ্যা নদী থেকে ড্রেজারের পাইপ লাগিয়ে সাইলো বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রাতের আঁধারে আদমজী সড়ক সুড়ঙ্গ করে ডিএনডি লেকে বাঁশের খুঁটি দিয়ে মিজমিজি পাগলা বাড়ি পর্যন্ত পাইপ টানা হয়েছে। মিজমিজি পাগলা বাড়ি এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন জানান, সুড়ক সুড়ঙ্গ ও লেক দিয়ে ড্রেজারের পাইপ বসানোতে একদিকে সড়ক ঝুকিপূর্ণ অন্য দিকে বিনোদন কেন্দ্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে। সরেজমিনে গিয়ে জানতে চাইলে লেবার সর্দার আতাউর রহমান বলেন, জাতীয় পার্টি নেতা বাবু ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলের নির্দেশে তিনি সড়ক সুড়ঙ্গ করে পাইপ বসানোর কাজ করছেন। এসময় বাবু উপস্থিত থাকলেও তিনি কোন মন্তব্য না করে দ্রæত স্থান ত্যাগ করেন। সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলের কাছে জানতে চাইলে তিনি পাইপ বসানোর বিষয়ে কিছু জানেন না বলে জানান। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, লেকের উপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ার অনুমতি কাউকে দেওয়া হয়নি। সরকারি প্রকল্প বা সম্পত্তিতে অবৈধ হস্তক্ষেপ বরদাশত করা হবে না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, সড়ক সুড়ঙ্গ করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। অবৈধভাবে বিনা অনুমতিতে কেউ সড়ক সুড়ক করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯