আজ সোমবার | ২৮ জুলাই ২০২৫ | ১৩ শ্রাবণ ১৪৩২ | ২ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:৫০

বক্তাবলীর লক্ষীনগর-মধ্যনগর সংযোগ সেতু নির্মাণের প্রতিশ্রæত মাওলানা জব্বারের

ডান্ডিবার্তা | ২৮ জুলাই, ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্যনগর এলাকার মাঝে সংযোগ সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। গতকার শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় জনদুর্ভোগ চিহ্নিত এলাকা পরিদর্শন শেষে এই আশ^াস দেন তিনি। তিনি বলেন, ‘বিগত আমলে ফ্যাসিস্টরা যেখানে প্রয়োজন নেই সেখানে রাস্তা ছাড়াও বহু ব্রিজ বানিয়েছে, আর যেখানে প্রয়োজন সেখানে খোঁজ খবরও নেয় নাই। এটাই তাদের চরিত্র।’ তিনি আরও বলেন, ‘এই পথে জীবনের ঝুঁকি নিয়ে বহু ছাত্র-ছাত্রী প্রতিদিন আসা যাওয়া করেন। তবুও এই বিষয়ে কারো কোন ভ্রæক্ষেপ নেই। আমরা ডিসি ও ইউএনওর সাথে কথা বলে এই সেতু নির্মাণ করব।’ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের কর্ম পারিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন সভাপতি আবুবক্কর, সেক্রেটারি স্কুল, মাদরাসার শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ীগণ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা