
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ ছাত্রদলের কমিটি নেই প্রায় ৮ মাস। তারপরও বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছে ছাত্রদলের ব্যানারে। রাজপথে থেকে ছাত্রদল তাদের কর্মসূচি পালন করলেও এখনো কেন্দ্রীয় নেতাদের আস্থা অর্জন করতে পারেনি। তবে এবার ছাত্রদল তাদের কপাল খুলতে পারে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদল জরুরী সভা করবে। আর এ সভায় নারায়ণগঞ্জ ছাত্রদলের নেতারা নারায়নগঞ্জে কমিটির বিষয়টি উঠাবে বলে জানা গেছে। এদিকে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগর ইউনিটের সুপার ফাইভের নেতাদের জরুরি সভা মঙ্গলবার দুপুর ২টায় ভাসানী ভবনে অনুষ্ঠিত হবে। একই স্থানে ওইদিন বিকেল ৪টায় সারাদেশের সব জেলা ও মহানগর (ঢাকা বিভাগ ব্যতীত) ইউনিটের সভাপতি-আহŸায়ক ও সাধারণ সম্পাদক-সদস্য সচিবের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুপার ফাইভের নেতাদের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এবং ঢাকা কলেজ, তিতুমীর সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুপার ফাইভ নেতাদের সঙ্গে একই স্থানে দুপুর ১২টায় সভা অনুষ্ঠিত হবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯