আজ বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২ | ৫ সফর ১৪৪৭ | রাত ৪:৪৮

নিজস্ব কার্যালয় করার জন্য জমি লিজ পেল নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন

ডান্ডিবার্তা | ৩০ জুলাই, ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জের সংবাদপত্র মালিকদের সংগঠন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন অবশেষে নিজস্ব কার্যালয়ের জন্য সরকারি জমির লিজ পেয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লিজকৃত জমির বৈধ কাগজপত্র সংগঠনের নেতৃবৃন্দের হাতে তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। লিজকৃত সরকারি জমিটি নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে, চাষাড়া কলেজ রোড মোড়ে অবস্থিত। এখানে এসোসিয়েশনের নিজস্ব কার্যালয় স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমী ও সাবেক সভাপতি আরিফ আলম দিপুসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। তাঁরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই লিজপ্রাপ্তির মধ্য দিয়ে সাংবাদিকদের সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সংবাদপত্র সমাজের দর্পণ। সাংবাদিক ও সংবাদপত্র সংশ্লিষ্টদের সুষ্ঠু কাজের জন্য একটি নিজস্ব স্থান থাকা অত্যন্ত জরুরি। এই উদ্যোগ গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালনে সহায়তা করবে।” সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই জায়গায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি মিডিয়া সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে সাংবাদিকদের প্রশিক্ষণ, সংবাদ সম্মেলন ও অন্যান্য পেশাগত কার্যক্রম পরিচালিত হবে। এই অর্জনকে নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা