
ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি নেওয়ার সময় আমরা একটা কমিটমেন্ট করেছিলাম এই শহরে জলাবদ্ধতাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসবো। আমরা যে কর্মসূচি গুলো হাতে নিচ্ছি সেগুলো বাস্তবায়ন করতে পারলে আমরা আমাদের লক্ষ্যে অর্জন করতে পারব। আমাদের কার্যক্রমে নারায়ণগঞ্জবাসীকে যদি পাশে পাই তাহলে খুব দ্রæতই জলাবদ্ধতা নিরসনে সক্ষম হব। যারা এখানে বসবাস করছে বা শিল্প কারখানা গড়ে তুলছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাসার আসবাবপত্র এই খালে ফেলবেন না। অনেকেই দেখা যায় ফ্রিজ, টিভি ফেলে রাখছেন। এগুলো ফেলে খালগুলোকে বøক করবেন না। ছোট একটি শহর নারায়ণগঞ্জ সেই তুলোনায় এখানে জনসংখ্যা অনেক বেশি, আমরা দায়িত্বশীল আচরণ না করলে এই শহরকে বসবাসযোগ্য করতে পারব না। আশা করি আমাদের সকলের মধ্যে সে দায়িত্ববোধ জাগ্রত হবে। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার করে দিচ্ছি তবে এটা প্রতিদিন পরিষ্কার করা সম্ভব নয়। অবৈধ দখল যা আছে সব আমরা ভেঙে ফেলব। গতকাল মঙ্গলবার দুপুরে ফতুল্লার কায়েমপুর এলাকায় জলাবদ্ধতা সমস্যা নিরসনে ভরাট হয়ে যাওয়া ১৭ কিলোমিটার খাল উদ্ধারে অভিযান অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের এ কথা বলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা। তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কার্যক্রম নেয়া হয়েছে, এতে ৫৬ টি স্পটে পরিস্কার ও দখলমুক্তে অভিযান শুরু হয়েছে। এসব খাল পরিস্কার করার পরে এগুলোকে মাছের অভয়ারণ্য করবো। এই খাল পরিস্কার ও দখলমুক্তের অভিযানে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চাই। আমি লালপুর এলাকাসহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যাই। পরে এ বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করলে তারা জানান এখানে বড় প্রকল্প নেয়া হয়েছে। তাদেরকে আমি বোঝাতে সক্ষম হই সেসব প্রকল্পে ফতুল্লার জলাবদ্ধতা নিরসন হয়নি। পরে আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটি রিপোর্ট দিয়েছে ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার খাল দখল ভরাট হয়ে গেছে। অর্থাৎ এই ১৭ কিলোমিটার খাল দিয়ে পানি প্রবাহিত হয়না। পরে সেই রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে তারা প্রকল্পের অনুমোদন দেন। নারায়ণগঞ্জে যতগুলো সমস্যা আছে তার মধ্যে জলাবদ্ধতা তা হলো দুই দশকের বেশি সময় ধরে রয়েছে। আজ অভিযানে নয়টি খালের ৫৬ টি স্পটে মোট ১১ কিলোমিটার যে বøকেট আছে সেগুলো উদ্ধারের অভিযান শুরু করেছি। আমি আশা করছি এই মাসের মধ্যেই এই বøকের গুলো ওভার কাম করতে পারবো। ডিসি আরও বলেন, সিটি কর্পোরেশনের অঞ্চলের যে খালগুলো আছে সেই কালিয়ানী খালের কথা বলেছি। সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছিল আমরা যদি খালটিকে ডিমারকেশন করে দেই তাহলে তারা কাজ শুরু করবে। আমরা ইতিমধ্যে কল্যাণের অর্ধেক ডিমারকেশন করেছি। আমি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি তারা কালিয়ানি খালটা পরিষ্কার এবং উচ্ছেদ যতটুকু করা দরকার তারা করে ফেলবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯