আজ বৃহস্পতিবার | ৩১ জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২ | ৫ সফর ১৪৪৭ | সকাল ৯:২৫

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডান্ডিবার্তা | ৩০ জুলাই, ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে মাটি ভর্তি ড্রামট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলার সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পিতার নাম ও ঠিকানা জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকাগামী লেন হয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। পরবর্তী ঘটনাস্থলের উপস্থিত মানুষজন আহতাবস্থায় যুবককে দ্রæত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জাগো নিউজকে জানান, মোটরসাইকেল আরোহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে চাপায় পড়েছে। জানতে পেরেছি নিহত যুবক নতুন মোটরসাইকেল চালক। দুর্ঘটনা ঘটে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা