
ডান্ডিবার্তা রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের অন্যান্য জেলার মতো নারায়ণগঞ্জেও সরব ইসলামী রাজনৈতিক দলগুলো। বিগত সরকার আমলে কোণঠাসা থাকা এসব দলগুলো এবার নতুন সম্ভাবনা ও সমীকরণ নিয়ে ভোটের মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। সরকার পরিবর্তনের পর, বিশেষ করে ৫ আগস্টের পর নারায়ণগঞ্জের রাজনীতিতে ইসলামী দলগুলোর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ছোট-বড় সব ইসলামী দলই এখন নির্বাচনকে ঘিরে দলীয় কার্যক্রম, প্রার্থী প্রচারণা ও মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছে। কেউ কেউ ঐক্যবদ্ধ জোট গঠনের পরিকল্পনাও করছে। বর্তমানে দেশে ইসলামি আদর্শভিত্তিক নিবন্ধিত দল রয়েছে ১২টি। নারায়ণগঞ্জে প্রায় সব দলই তাদের অনুসারী ও সংগঠন নিয়ে সক্রিয়। আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হলেও, দলটি ইতোমধ্যে তা ফিরে পেয়েছে এবং পূর্ণ সক্রিয়ভাবে মাঠে অবস্থান করছে। জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি মিলে পাঁচটি নিবন্ধিত দল একটি মোর্চা হিসেবে কাজ করছে। ইসলামী আন্দোলনের নেতৃত্বে গঠিত এই মোর্চা বর্তমানে নারায়ণগঞ্জে নিয়মিত কর্মসূচি পালন করছে, যা ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ তরিকত ফেডারেশনের তেমন কোনো তৎপরতা এখন পর্যন্ত চোখে পড়েনি। ৫ আগস্টের আগে তাদের কিছু কর্মসূচি থাকলেও পরবর্তীতে দৃশ্যমান কোনো সক্রিয়তা নেই। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আগাম প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা হলেন: রূপগঞ্জ আসনে আনোয়ার হোসাইন মোল্লা, আড়াইহাজার আসনে অধ্যাপক ইলিয়াস মোল্লা, সোনারগাঁ আসনে ড. ইকবাল হোসাইন ভুঁইয়া, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে মাওলানা আব্দুল জব্বার, সদর-বন্দর আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এদিকে, খেলাফত মজলিসও পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে: রূপগঞ্জ আসনে মুহাম্মদ এমদাদুল হক, আড়াইহাজার আসনে হাফেজ মাওলানা আহমদ আলী, সোনারগাঁ আসনে মুফতী সিরাজুল ইসলাম, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে ইলিয়াস আহমদ, সদর-বন্দর আসনে এবিএম সিরাজুল মামুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে ঘোষিত প্রার্থীরা হলেন: রূেপগঞ্জ আসনে মুফতি ইমদাদুল্লাহ হাশেমী, আড়াইহাজার আসনে অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব, সোনারগাঁ মো. ফারুক আহমেদ মুন্সী, সদর-বন্দর আসনে মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। এরই মধ্যে সারাদেশে ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। তার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের ৫টি আসনও তারা প্রতিদ্ব›দ্বীতা করবেন রিক্সা প্রতীক নিয়ে। রূপগঞ্জ আব্দুল কাইয়ূম মাদানী, আড়াইহাজার আসনে মুফতি আশরাফুল ইসলাম, সোনারগাঁ আসনে শাহজাহান শিবলী, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ হাফেজ আবু সাঈদ, সদর-বন্দর ড. আল-আমিন রাকিব প্রতিদ্ব›দ্বীতা করবেন। প্রতিটি দল তাদের প্রার্থীদের মাঠপর্যায়ের কাজ শুরু করতে বলেছে। তারা গণসংযোগ শুরুও করেছেন। সভা-সমাবেশে নির্বাচনী প্রতিশ্রæতি দিয়ে বেড়াচ্ছেন। তবে নির্বাচনের আগে ইসলামী জোটের মধ্যে সমঝোতা হলে প্রার্থিতা পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে। নারায়ণগঞ্জের ৫টি আসনে পূর্বের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর তেমন উল্লেখযোগ্য ফলাফল ছিল না। বেশিরভাগ ক্ষেত্রেই জামানত হারিয়েছেন তারা। তবে এবারের প্রেক্ষাপটে মাঠে তাদের সরব উপস্থিতি ও বাড়তি প্রচারণা থেকে ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় পর্যায়ে অনুসারীদের সক্রিয়তা, নিয়মিত সভা-সমাবেশ ও গণসংযোগ—সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জে ইসলামী দলগুলো প্রথমবারের মতো একটি দৃশ্যমান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
« জুলাই | সেপ্টেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯