আজ শনিবার | ২ আগস্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ৭ সফর ১৪৪৭ | সকাল ৯:২১

ভোটের মাঠে শক্ত অবস্থানে জামায়াত

ডান্ডিবার্তা | ০১ আগস্ট, ২০২৫ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এবার নারায়ণগঞ্জে শক্ত অবস্থা তৈরী করতে সক্ষম হয়েছে জামায়াতে ইসলামী। তারা দীর্ঘদিনের রাজনৈতিক নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তবে ফিরেই রাজনৈতিক উত্তেজনার বদলে তারা বেছে নিয়েছে জনকল্যাণমুখী কর্মসূচির পথ। বিশেষ করে নারায়ণগঞ্জের ফতুল্লা, বক্তাবলী, লালপুর, কায়েমপুর, লক্ষীনগরসহ নানা এলাকায় নিজেদের জনপ্রিয়তা পুনরুদ্ধারে নেতাকর্মীরা কাজ করছেন জনসেবায়। প্রশাসনিক নিষ্ক্রিয়তার মাঝে তারা একের পর এক সামাজিক উদ্যোগ নিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছেন। চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণে জামায়াতের ভ‚মিকা হয়ে উঠেছে চোখে পড়ার মতো। গত ২৬ জুলাই ফতুল্লার কায়েমপুর বাজারসংলগ্ন একটি বহুদিনের পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে এলাকার ব্যবহার উপযোগী করে তোলার প্রতিশ্রæতি দেয় জামায়াত। স্থানীয়রা বলছেন, এটি শুধুই একটি প্রতীকী উদ্যোগ নয় বিপরীতে পুরো এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের এক বাস্তব উদাহরণ। এর আগেও বক্তাবলী এলাকায় ভাঙা ব্রিজ নির্মাণ ও বাজারের খানাখন্দে ভরা রাস্তাগুলোর সংস্কারে সরাসরি অংশগ্রহণ করে দলটি। লালপুরে ডুবে থাকা রাস্তায় যাতায়াত সহজ করতে চালু করে দেয় ফ্রি ভ্যানগাড়ি সার্ভিস। এ ছাড়াও লক্ষীনগর ও মধ্যনগরে জলাবদ্ধ এলাকায় খালের ওপর ব্রিজ নির্মাণের দাবি তুলে ব্যাপক প্রচারণা চালায় জামায়াত নেতারা। নিজ হাতে খাল পরিষ্কার, ময়লা অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থা সচল করতেও দেখা গেছে দলটির কর্মীদের। জনসেবার পাশাপাশি সাংগঠনিক কর্মকাÐেও গতি এনেছে দলটি। প্রতিটি এলাকায় ‘উঠান বৈঠক’-এর মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা শুনছেন নেতারা। পরিবেশ সুরক্ষায় তারা পরিচালনা করছে বৃক্ষরোপণ কর্মসূচিও। শুধু তাই নয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রবণতা গড়ে তুলেছে দলটি। স¤প্রতি একাধিক অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানিদের গোপনে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত নেতারা। এভাবে ফতুল্লা-নারায়ণগঞ্জে জামায়াতের এই নতুন ধারা তাদের জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে। রাজনীতি না করেও রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছেন নেতাকর্মীরা। স্থানীয়রা বলছেন, তারা এখন আর শুধু বক্তৃতা শোনেন না দেখছেন বাস্তব কার্যক্রম। প্রশাসন যখন নির্বিকার, জনপ্রতিনিধিরা যখন অনুপস্থিত, তখন জামায়াতের স্বেচ্ছাসেবীরা মাঠে থেকে কাজ করছে। দলটির নেতারা জানান, রাজপথে শৃঙ্খলাবদ্ধভাবে উপস্থিত থাকার মাধ্যমে তারা সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চান। তারা চান, রাজনীতি মানে যেন কেবল সংঘাত না হোক দায়িত্ব ও সেবার প্রতিচ্ছবি। এজন্য তারা প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে দলের সাংগঠনিক অবকাঠামো পুনর্গঠনে মনোনিবেশ করেছেন। জামায়াতের একাধিক সূত্র জানায়, পাঁচটি আসনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের ‘ঝালাই’ করে নিচ্ছেন তাঁরা। গণঅভ্যুত্থানের পর পাল্টে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে দলটি এখন আর কোনো ঝুঁকি নিতে চায় না। দলের ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। বিতর্কিত কেউ যাতে সামনে না আসে, সে ব্যাপারেও দলীয়ভাবে নির্দেশনা রয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নারায়ণগঞ্জে তাদের একটি শক্তিশালী ভোটব্যাংক ইতোমধ্যেই তৈরি হয়েছে। শহর ও শহরতলির অনেক জায়গায় জামায়াতের জনসম্পৃক্ততা বাড়ছে। শাসকদলের দীর্ঘ সময়ের দমননীতির পরও সাধারণ মানুষের আস্থা ধরে রাখার কারণ হিসেবে তারা দেখছেন এই সামাজিক ও সেবামূলক কর্মকান্ডকে। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, জামায়াত এখন সুনির্দিষ্ট কৌশলে ভোটের মাঠ সাজাচ্ছে। একদিকে উন্নয়ন ও জনসেবা, অন্যদিকে সাংগঠনিক শৃঙ্খলা এই দুই সমন্বয়ের মাধ্যমে দলটি আগামী নির্বাচনে ভালো ফলাফল পাওয়ার আশা করছে। তৃণমূলে কিছু দুর্বলতা থাকলেও তারা তা কাটিয়ে উঠতে সচেষ্ট। সব মিলিয়ে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী এখন আর শুধু একটি রাজনৈতিক দল নয়। তারা হয়ে উঠছে সেবার অংশীদার এবং সেই সেবার মাধ্যমে ধীরে ধীরে তারা স্থান করে নিচ্ছে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা