
ডান্ডিবার্তা রিপোর্ট
এক বছর আগে এই দিনে নারায়ণগঞ্জ শহর পরিণত হয়েছিল এক প্রতিরোধের মঞ্চ। কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময়ে, যখন সরকারের দমন-পীড়নে সারাদেশের আন্দোলন কিছুটা স্তিমিত, তখন ১ আগস্টের ‘মোমবাতি প্রজ্বালন’ কর্মসূচি নারায়ণগঞ্জকে নতুন করে জাগিয়ে তোলে। পুলিশের লাঠিচার্জ, হুমকি ও গ্রেপ্তারের মুখেও শিক্ষার্থীরা সেদিন মাথা নত করেনি। জুলাই মাসের শেষ দিকে যখন মহাসড়কের আন্দোলনের ভয়াবগ রূপ নেয়, তখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা এবং প্রধান নেতাদের গ্রেপ্তারের কারণে শহরে আন্দোলন কিছুটা থমকে পড়ে। কিন্তু ১ আগস্টের কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনকারীরা আবার ঘুরে দাঁড়ায়। সেদিনের সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের প্রতিটি দেয়াল যেন কথা বলতে শুরু করেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে তাদের ক্ষোভ ও প্রতিবাদ ফুটিয়ে তোলে। গ্রাফিতিতে উঠে আসে আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের চিত্র। জালকুড়ি ও আদালত পাড়ার কাছে দেয়াল লিখনের সময় শিক্ষার্থীরা পুলিশ ও তৎকালীন সরকার-সমর্থিতদের বাধার মুখে পড়ে। ১ আগস্ট সন্ধ্যায় চাষাঢ়া শহীদ মিনারে ‘মোমশিখা প্রজ্বালন’ কর্মসূচির ডাক দিয়েছিল শিক্ষার্থীরা। উদ্দেশ্য ছিল আহত ও নিহতদের স্মরণ করা। সেদিন বিকেল থেকেই মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালন করতে শহীদ মিনারে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ৭টার কিছুক্ষন আগে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে তোপের মুখে পরে পুলিশ। এক পযার্পয়ে পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ ¯েøাগান দিতে শুরু করে শিক্ষার্থীরা। এমন সময় পুলিশ তাদের ধাওয়া করে। পরে, তারা একত্রিত হয়ে আবারো শহীদ মিনারে আসতে চাইলে, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পরে। এদিকে, তবে শিক্ষার্থীরা দমে না গিয়ে পুলিশের ধাওয়ার পর ভাষা সৈনিক সড়ক (বালুরমাঠ) এলাকায় গিয়ে ¯েøাগান দিতে শুরু করে কয়েকজন ছাত্রী। ওই মুহূর্তে কিছু শিক্ষার্থী হাতে হাত রেখে সড়কে দাঁড়িয়ে পড়ে। তারা ‘বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর’—¯েøাগানে পুলিশের লাঠিপেটার প্রতিবাদ জানায়। পরে, বালুর মাঠ এলাকাতেই স্বল্প পরিসরে মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি শুর করে তারা। এতে যোগ দেয় কিছু ছাত্র। এসময় সেখানেও পুলিশ তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাদের সঙ্গে অভিভাবকেরাও যোগ দেন। এরপর পুলিশ তিনজন শিক্ষার্থীকে আটক করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আন্দোলনকে আরও তীব্র করে তোলে। শিক্ষার্থীরা জানানয়, আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, তবে পুলিশ আমাদের লাঠি চার্জ করে শহীদ মিনার থেকে বের করে দিয়েছে। আমরা কেন শহীদ মিনারে আমাদের ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবো না। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল বলেন, “গত ১ আগস্ট নারায়ণগঞ্জের অবস্থা ছিল খুবই ভয়াবহ। শিক্ষার্থীরা শুধু নিহত ভাইদের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিল, কিন্তু পুলিশ তাদের ওপর বর্বর হামলা চালায়। আমি একজন অভিভাবক হিসেবে এমন আচরণের তীব্র নিন্দা জানাই।” এক বছর পরও আন্দোলনের স্মৃতি নারায়ণগঞ্জবাসীর মনে জীবন্ত।”
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
« জুলাই | সেপ্টেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯