আজ সোমবার | ৪ আগস্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ৯ সফর ১৪৪৭ | রাত ৩:৫৭

বন্দর উপজেলাবাসীর আবেগের উপর আঘাত করা হয়েছে

ডান্ডিবার্তা | ০৩ আগস্ট, ২০২৫ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নতুন সীমানা পুনঃবিন্যাসে নারায়ণগঞ্জ-৫ আসনের বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বন্দর উপজেলাকে নারায়ণগঞ্জ-৫ থেকে বিচ্ছিন্ন করে সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত করে নারায়ণগঞ্জ-৩ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নারায়ণগঞ্জ-৫ আসনকে সীমিত করে শুধু সিটি কর্পোরেশন এলাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর ও বন্দর আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি এক বিবৃতিতে বলেন, ‘এই সীমানা পুনঃবিন্যাস বন্দর উপজেলাবাসীর সাথে চরম অবিচারের শামিল বলে আমি মনে করি। এই সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয় বরং বন্দর উপজেলাবাসীর আবেগের উপর আঘাত করার মতো নির্মম পদক্ষেপ বলে আমি মনে করি। নানান কারণে বন্দর উপজেলা এমনিতেই পিছিয়ে রয়েছে, তারপর এ সিদ্ধান্ত এ উপজেলাকে উন্নয়ণ বঞ্চিত করার একটি গভীর ষড়যন্ত্র, যা মেনে নেয়া অসম্ভব। শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষ যুগ যুগ ধরে একে অপরের সাথে নানানভাবে সম্পর্কিত, এই সিদ্ধান্তের মাধ্যমে দুই পাড়ের মানুষকে এককে অন্যের থেকে বিভক্ত করা হচ্ছে। বন্দর উপজেলা নারায়ণগঞ্জ-৫ আসনের একটি অবিচ্ছেদ্য অংশ। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের মাধ্যমে ভোটারদেরকে অবমূল্যায়ণ করা হয়েছে। এই সিদ্ধান্ত কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। বন্দরকে দুই আসনে বিভক্ত করা হলে বন্দর উপজেলাবাসী উন্নয়ণ থেকে বঞ্চিত হবে এবং অবহেলিত উপজেলা হিসেবে রূপান্তরিত হবে। আমরা নারায়ণগঞ্জ-৫ আসনের সচেতন নাগরিক হিসেবে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত। তাই নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাবো, এই অযৌক্তিক ও প্রহসনমূলক সিদ্ধান্ত অতি দ্রæত বাতিল করুন এবং আগের সীমানা বহাল রাখুন’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা