
ডান্ডিবার্তা রিপোর্ট
অতিবৃষ্টি, বাঁধ নির্মাণ না করা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও-মনাইকান্দি সড়কের বিভিন্ন জায়গায় বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। সড়কের দুই কিলোমিটার জুড়ে ইট, বালু, পাথর, মাটি ও সুরকি সরে গিয়ে যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন ২০ গ্রামের মানুষ।
স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এ সড়কে চলাচল করে। বড় ধরনের ভাঙনের ফলে সরু এ সড়ক দিয়ে যানবাহন নিয়ে চলাচল করতে গিয়ে ছয় মাসে বিভিন্ন সময় দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন নারী-পুরুষ। দ্রæত সংস্কার, বাঁধ নির্মাণ ও কালভার্ট সংস্কারের ব্যাপারে প্রশাসনের ঊধ্বর্তন মহলে আবেদন করেও কোনো ফল না পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সূত্র জানায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও-মনাইরকান্দি সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় দুধঘাটা, মঙ্গলেরগাঁও, ছোট কোরবানপুর, বড় কোরবানপুর, মাজলাপাড়া, পাঁচানি, শহিদনগর, শান্তিনগর, নবীনগর, চর গোয়ালদি, কাজিরগাঁও, দুর্গাপ্রসাদ, চৌধুরীগাঁও ও তাতুয়াকান্দিসহ ২০ গ্রামের মানুষ চলাচল করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) নির্মিত জনগুরুত্বপূর্ণ এ সড়ক অতিবৃষ্টি, বাঁধ নির্মাণ না করা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বিগত দুই বছরে বিভিন্ন দিক দিয়ে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের ইট, বালু, পাথর, মাটি ও সুরকি সরে গিয়ে যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ছয় মাসে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে খাদে উল্টেপড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন নারী-পুরুষ মারাত্মকভাবে আহত হয়েছেন।
মনাইকান্দি গ্রামের আবুল হোসেন জানান, ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা গর্তে পড়ে গিয়ে হাত-পা ভেঙে অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। এটি সংস্কারের ব্যাপারে প্রশাসনের ঊধ্বর্তন মহলে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাবেদ আলী জানান, রাস্তাটি মেরামতের জন্য বিগত পাঁচ মাস আগে সোনারগাঁ উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই টাকা দিয়ে অনেক জায়গায় বাঁশ ও বেড়ার মাধ্যমে ভাঙন রোধে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল। বর্তমানে বর্ষার কারণে কালভার্টের নিচ দিয়ে অতিরিক্ত স্রোত প্রবাহিত হওয়ায় আবারও নতুন করে ভাঙন শুরু হয়েছে। সড়কটি সংস্কারে সরকারিভাবে বরাদ্দ পেলে এর কাজ পূর্ণাঙ্গভাবে শুরু করা হবে। সোনারগাঁ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আলমগীর চৌধুরী বলেন, শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও-মনাইকান্দি সড়কের মাঝখানে কালভার্টের কিছু অংশ ও দুই পাশের বিভিন্ন জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। সরকারি অর্থায়নে জরুরি মেরামতের জন্য রাস্তাটি অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। পুরোনো কালভার্টটি ভেঙে নতুন করে একটা ব্রিজ নির্মাণ করার জন্য এলজিইডির সদর দপ্তরে প্রকল্প আকারে পাঠানো হয়েছে। আশা করছি, প্রস্তাবটি অনুমোদন পেলে কাজটি দ্রæত শুরু করতে পারব।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯