আজ সোমবার | ৪ আগস্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ৯ সফর ১৪৪৭ | দুপুর ২:২৫

ফিরে দেখা: ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল না’গঞ্জ

ডান্ডিবার্তা | ০৪ আগস্ট, ২০২৫ | ১১:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ। নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। এতে নারায়ণগঞ্জের সবগুলো প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সব ধরনের যানবাহন চলাচল। ঐ দিনটি ছিল শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর দুই নাম্বার রেলগেট থেকে মিছিল নিয়ে চাষাড়ায় গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ও বিজয়স্তম্বের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। তারা ‘উই ওয়ান জাস্টিস’, ‘শহীদ হওয়া শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দিব না’ ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’সহ বিভিন্ন স্লোগানের প্রকম্বিত করে তোলে চাষাড়া এলাকা। এ সময় চাষাড়ার মোড়ে বিজিবির গাড়ি শিক্ষার্থীরা আটকে দিলে শিক্ষার্থীদের সাথে সহমর্মিত জানিয়ে স্থান ত্যাগ করে বিজিবি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদের ভাইদের রক্ত বৃথা যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। এদিকে চাষাড়া এলাকায় পূর্ব থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যেত। কিন্তু ঐ দিন তাদের কোন তৎপরতা দেখা যায়নি। সারা দেশে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে এই কর্মসূচি ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে, সাধারন শিক্ষার্থীদের কোন ধরনের নাশকতার তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও নমনীয় দেখা গিয়েছিল। শহরের চাষাড়া এলাকায় বিজিবির টহলরত একটি যানবাহন সাধারন শিক্ষার্থীদের আন্দোলনের পাশ দিয়ে চযোয় কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা ছাড়াই। আন্দোলনে অংশগ্রহনরত নাবিল হোসেন নামে এক শিক্ষার্থী জানিয়েছিলেন, ন্যায্য দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করতে নয় বরং দেশ বাঁচাতে রাস্তায় নেমেছি। আমরা দেখব বন্দুকের নলায় কত মানুষকে হত্যা করার মাধ্যমে এ স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতে পারে। ইতিমধ্যে এ স্বৈরাচারী সরকার আমার ভাইদের হত্যা করেছে। তারপরেও আমাদের দমাতে পারেনি। স্বৈরাচারী এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না প্রয়োজনে শহীদ হব। নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী শ্যামলী রায় জানিয়েছিলেন, এ আন্দোলন আমাদের কোন স্বার্থ নেই। দেশের স্বার্থে আমরা এ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছি। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো। ইতিমধ্যে আমাদের অনেক ভাইকে হত্যা করা হয়েছে। এখনো রাজপথে আমাদের ভাইদের রক্ত লেগে আছে। আমাদের ভাইদের রক্তের সাথে আমরা বেঈমানী করতে পারন না। আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা