
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ৩টি নির্বাচনী আসনের সীমানা পরিবর্তণের খসড়া প্রকাশ করার পর নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে টালমাটাল শুরু হয়েছে। কে কার পক্ষে রাজনীতি করবে এ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। দ্বিধায় মধ্যে রয়েছে নেতা কর্মীরা চলতি খসড়াই কি বহাল থাকবে নাকি পূর্বে অবস্থা ফিরে যাবে। যার করণে বিএনপির মধ্যে এখন গোলমেলে অবস্থা। বিএনপির এ অবস্থা নিরসনের জন্য বিএনপির হাইকমান্ড জেলা ও মহানগর বিএনপির বর্তমান আহবায়ক ও সদস্য সচিবদের মতামত চেয়েছে কেন্দ্রীয় বিএনপি। গত ১ আগষ্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ৩ আগষ্টের মধ্যে এ বিষয়ে মতামত দিতে বলা হয়। চিঠিতে বলা হয়, উপরোক্ত বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ৩০ জুলাই ২০২৫ যেই প্রস্তাবিত তালিকা প্রকাশ করেছে তাতে আপনাদের জেলার আসন সমূহের বিবরণ সংযুক্ত করা হলো। এসব আসনের বিষয়ে আপনাদের মতামত, মন্তব্য, যক্তিসহ আগামী ৩ আগষ্ট ২০২৫ এর মধ্যে নিন্ম স্বাক্ষরকারীর নিকট পাঠানোর জন্য বিশেষ অনুরোধ রইল। জানা গেছে, জেলার ৩টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের খবরে টালমাটাল স্থানীয় রাজনীতি। গত ৩০ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন এ নিয়ে একটি খসড়া প্রকাশ করলে নড়েচড়ে বসেন অনেকে। কারণ সীমানা পরিবর্তন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে আগ্রহী অনেকের ভোটের হিসেব নিকাশ উঁচুনিচু হয়ে যাবে। বিশেষ করে নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫ এই তিন আসনের বিএনপির প্রভাবশালীরা এতে নারাজ হন। কেউ কেউ খুশিও হয়েছেন। তবে রাজনৈতিক নেতাদের বাহিরে সীমানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া ৩টি আসনের সাধারণ মানুষও এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জের ৩টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে গত ৩০ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন একটি খসড়া প্রকাশ করে। এতে বলা হয়, সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৩ আসনের সঙ্গে নতুন করে যুক্ত হবে বন্দর উপজেলা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত হবে নারায়ণগঞ্জ ৫ আসন। এদিকে, ফতুল্লা, এনায়েতপুর, বক্তবলী, কাশিপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক ইউনিয়নের সীমানা নিয়ে গঠিত হবে নারায়ণগঞ্জ ৪ আসন। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন সীমানা নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। কেউ এতে লাভবান হবে আবার কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কেন্দ্র থেকে আমাদের এ বিষয়ে মতামত জানাতে বলা হয়েছে। আমরা এর সুবিধা-অসুবিধা তুলে ধরে ৩ আগষ্টের মধ্যে কেন্দ্রে চিঠি দিবো। আশাকরি এটি কার্যকর হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯