আজ সোমবার | ৪ আগস্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ৯ সফর ১৪৪৭ | দুপুর ২:৪৭

সীমানা জটিলতায় বিএনপির রাজনীতি টালমাটাল

ডান্ডিবার্তা | ০৪ আগস্ট, ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ৩টি নির্বাচনী আসনের সীমানা পরিবর্তণের খসড়া প্রকাশ করার পর নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে টালমাটাল শুরু হয়েছে। কে কার পক্ষে রাজনীতি করবে এ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। দ্বিধায় মধ্যে রয়েছে নেতা কর্মীরা চলতি খসড়াই কি বহাল থাকবে নাকি পূর্বে অবস্থা ফিরে যাবে। যার করণে বিএনপির মধ্যে এখন গোলমেলে অবস্থা। বিএনপির এ অবস্থা নিরসনের জন্য বিএনপির হাইকমান্ড জেলা ও মহানগর বিএনপির বর্তমান আহবায়ক ও সদস্য সচিবদের মতামত চেয়েছে কেন্দ্রীয় বিএনপি। গত ১ আগষ্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ৩ আগষ্টের মধ্যে এ বিষয়ে মতামত দিতে বলা হয়। চিঠিতে বলা হয়, উপরোক্ত বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ৩০ জুলাই ২০২৫ যেই প্রস্তাবিত তালিকা প্রকাশ করেছে তাতে আপনাদের জেলার আসন সমূহের বিবরণ সংযুক্ত করা হলো। এসব আসনের বিষয়ে আপনাদের মতামত, মন্তব্য, যক্তিসহ আগামী ৩ আগষ্ট ২০২৫ এর মধ্যে নিন্ম স্বাক্ষরকারীর নিকট পাঠানোর জন্য বিশেষ অনুরোধ রইল। জানা গেছে, জেলার ৩টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের খবরে টালমাটাল স্থানীয় রাজনীতি। গত ৩০ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন এ নিয়ে একটি খসড়া প্রকাশ করলে নড়েচড়ে বসেন অনেকে। কারণ সীমানা পরিবর্তন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে আগ্রহী অনেকের ভোটের হিসেব নিকাশ উঁচুনিচু হয়ে যাবে। বিশেষ করে নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫ এই তিন আসনের বিএনপির প্রভাবশালীরা এতে নারাজ হন। কেউ কেউ খুশিও হয়েছেন। তবে রাজনৈতিক নেতাদের বাহিরে সীমানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া ৩টি আসনের সাধারণ মানুষও এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জের ৩টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে গত ৩০ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন একটি খসড়া প্রকাশ করে। এতে বলা হয়, সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৩ আসনের সঙ্গে নতুন করে যুক্ত হবে বন্দর উপজেলা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত হবে নারায়ণগঞ্জ ৫ আসন। এদিকে, ফতুল্লা, এনায়েতপুর, বক্তবলী, কাশিপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক ইউনিয়নের সীমানা নিয়ে গঠিত হবে নারায়ণগঞ্জ ৪ আসন। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন সীমানা নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। কেউ এতে লাভবান হবে আবার কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কেন্দ্র থেকে আমাদের এ বিষয়ে মতামত জানাতে বলা হয়েছে। আমরা এর সুবিধা-অসুবিধা তুলে ধরে ৩ আগষ্টের মধ্যে কেন্দ্রে চিঠি দিবো। আশাকরি এটি কার্যকর হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা