আজ মঙ্গলবার | ৫ আগস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ১০ সফর ১৪৪৭ | দুপুর ১:৩১

না’গঞ্জের সেই রক্তাক্ত একুশ দিন

ডান্ডিবার্তা | ০৫ আগস্ট, ২০২৫ | ১১:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
স্বৈরাচার শেখ হাসিনার দু:শাসন ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে সারা দেশের মতো নারায়ণগঞ্জও অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে নামে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ২১ দিন শহরজুড়ে চলতে থাকে প্রতিরোধ, আন্দোলন আর রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সময় শহীদ হন ৫৬ জন, আহত হন প্রায় ৩০০ জনের বেশি। আন্দোলনের শুরু থেকেই নারায়ণগঞ্জের চাষাঢ়া, বি বি রোড, শিমরাইলসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছিল উত্তপ্ত। শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিদিন মিছিল ও অবরোধে অচল হয়ে পড়ে নারায়ণগঞ্জ। আন্দোলনের মাঝামাঝি সময়ে পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারী কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। আন্দোলনকারীদের স্লোগান ছিল বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর’। টানা কয়েকদিন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় সশস্ত্র শামীম ওসমান ও তার বাহিনী। গুলি ছোড়া হয় হেলিকপ্টার থেকেও। ভয়ংকর সে হত্যাকা-ে বাড়তে থাকে মৃত্যুর মিছিল। তবে পিছু হটেনি ছাত্র-জনতা বরং প্রতিরোধ গড়ে তুলে চালিয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন। গত বছরের ১৭ জুলাই নিহত শিক্ষার্থীদের স্মরণে ‘মাতম মিছিল’ করে শহর অবরুদ্ধ করেন ছাত্র-জনতা। ১৮ জুলাই রেলপথ অবরোধ চলাকালে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে, সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৯ জুলাই দুপুরে শামীম ওসমানের নেতৃত্বে বার পেটোয়া বাহিনী রাইফেল ক্লাব ও নারায়ণগঞ্জ ক্লাব থেকে বের হয়ে ছাত্রদের মিছিলে সরাসরি গুলিবর্ষণ করে, সমগ্র শহরে এমনকি শহরতলীতে আওয়ামী সন্ত্রাসীরা শত শত রাইন্ড গুলি ছোড়ে। এদের ছোড়া গুলিতে শিশু রিয়া গোপসহ একাধিক সাধারণ মানুষ নিহত ও অসংখ্য মানুষ আহত হয়। সবচেয়ে ভয়াবহ হামলা হয় ২০ জুলাই। আন্দোলনকারীদের দাবি, সেদিন হেলিকপ্টার থেকেও গুলি ছোড়া হয়, নিহত হন অন্তত ২০ জন। পরবর্তী দিনগুলোতেও শহরের বিভিন্ন এলাকায় চলে দমন-পীড়ন ও নির্বিচার গ্রেপ্তার। আদালত প্রাঙ্গণেও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, নিহতদের মধ্যে ২১ জন নারায়ণগঞ্জের স্থানীয়, বাকিরা দেশের অন্যান্য জেলার। এখন পর্যন্ত ২৫৫ জন আহতের গ্যাজেট প্রকাশিত হয়েছে, আরও ৪৩ জন যাচাই-বাছাই চলছে। গত বছরের ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনও গুলিতে প্রাণহানি ঘটে। দুপুরের পর শেখ হাসিনার দেশত্যাগের খবরে শহরে ছড়িয়ে পড়ে উল্লাস। নির্মম দমন, রক্ত, চোখের জল আর অদম্য সাহস—এই ছিল নারায়ণগঞ্জের জুলাই অভ্যুত্থান। একটি বৈষম্যহীন সমাজ গঠনের লড়াইয়ে এই শহর হয়ে উঠেছিল ইতিহাসের সাক্ষী।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা