
ডান্ডিবার্তা রিপোর্ট
গত বছরের জুলাই-আগস্ট মাসে কোটিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের অন্যান্য স্থানের ন্যায় উত্তাল ছিল সিদ্ধিরগঞ্জও। শতশত রাউন্ড গুলি ও প্রশাসনের একাধিক বাহিনীর সঙ্গে ছাত্র-জনতার ভয়াবহ সংঘর্ষে নিহত হয় বহু নিরীহ মানুষ। যার মধ্যে ছিলেন ছাত্র, দিনমজুর ও সাধারণ জনগণ। সেই রক্তক্ষয়ী সংঘর্ষগুলো এবং আহত-নিহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জে এ পর্যন্ত (৩ আগস্ট) মামলা হয়েছে ৫৪টি। এতে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ বিগত সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীসহ কয়েকশত ব্যক্তিকে। ব্যক্তিগত শত্রুতার কারণে মামলার আসামি করা হয় সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীসহ অনেক সাধারণ নিরীহ মানুষকেও। মামলার অনেক বাদীই আসমিদেরকে চেনেন বলে জানিয়েছেন তারা। একটি রাজনৈতিক দলের স্থানীয় কয়েকজন নেতা ও কয়েকজন অসৎ ব্যক্তি তাদের প্রতিপক্ষকে ঘায়েল করতে জুলাই আন্দোলনে আহত ও নিহদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দিয়ে ভুয়া আসামি করা হয়েছে বলে জানান ভুক্তভোগী ও এলকাবাসী। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানায়, ৫৪টি মামলার মধ্যে ২৮টি হত্যা মামলা ও ২৬টি হত্যাচেষ্টা মামলা। মামলাগুলোর আসামিদের মধ্যে শুধু ৬৮ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলার চার্জশীট দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শাহীনুর আলম। জুলাই-আগস্ট’২৪ এর ঘটনাকে কেন্দ্র করে মামলাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক নেতা এবং অসাধু ব্যক্তি তাদের প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং মামলা বাণিজ্য করতে অনেককেই আসামি করেছেন। যার মধ্যে রয়েছেন কয়েকজন সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, বিএনপি দলীয়কর্মীসহ সাধারণ মানুষ। মাছ ব্যবসায়ী মিলন হত্যা মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনকে। মিলনের স্ত্রী শাহনাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাংবাদিক ফরহাদ হোসাইনকে আসামি করা হয় নাজমুল হাসান হত্যা চেষ্টা মামলায়ও। তার বাবা আরমান হোসেন বাদী হয়ে এ মামলা করেন। একইভাবে সিদ্ধিরগঞ্জের তালতলাস্থ সানফ্লাওয়ার কেজি স্কুলের শিক্ষক আরিফুল ইসলাম বুলবুলকে শফিকুল ইসলাম ভুইয়াকে হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়। ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুকের পিতা ব্যবাসয়ী হারুন অর রশিদকে আসামি করা হয়েছে একটি মামলায়। ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক স্বপন আলীকে একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে। আন্দোলনের সময় ডিবি পুলিশ গ্রেফতার করায় কারাগারে আটক থাকলেও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেনকে আসামি করা হয়েছে জুলাই আন্দোলনের ১টি মামলায়। বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিলও করেছিল। ব্যক্তিগত হিংসার কারণে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আসামি করায় এর প্রকৃত অপরাধীরা শাস্তি পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী, নিহতদের স্বজনরা। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক রক্ত ঝরেছে আন্দোলনকারীদের। কেউ হয়েছেন আহত, কেউবা আবার গুরুতর আহত। আবার অনেকেই আন্দোলন করতে গিয়ে নিজের জীবনটাকেই বিলিয়ে দিয়েছেন বুলেটের আঘাতে। বুলেট যেমনি আঘাত করেছে রাজপথের কোন আন্দোলনকারীকে, তেমনি আঘাত করেছে ৬ তলার বারান্দায় গৃহবধু সুমাইয়ার মাথায়। গুলিতে নিহত হয়েছে ১০ বছর বয়সের শিশু হোসেন মিয়া, মেকানিক সৈয়দ মোস্তফা কামাল রাজু, শিক্ষার্থী আকাশ, গজারিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের মেহেদী, হৃদয়, হোটেল ম্যানেজার শাহীন, গার্মেন্ট কর্মী মিনারুল, মাছ ব্যবসাীয় মিলন আরাফাত হোসেন আকাশ নামে ১৬ বছর বয়সী এক কিশোসহ ২৮ জন। বুলেটে তাজা দেহগুলো স্পটে বা হাসপাতালে নিতে নিতে নিথর হয়ে পড়েছিল। বুলেট যেমনি আঘাত করেছিল স্থলপথ থেকে, তেমনি নীচ দিয়ে যাওয়া হেলিকাপ্টার দেখতে গিয়েও গুলিতে নিহত হয়েছেন গৃহবধু। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানায়, জুলাই-আগস্ট আন্দোলনে ২৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে কয়েকশত।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯