আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৩:৪২
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

প্রশাসনের নজরে বিএনপির একাধিক নেতা

ডান্ডিবার্তা | ০৯ আগস্ট, ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলামকে ডিটেনশন দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট। গত ঈদ উল আযহা উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের গরু ছাগলের হাটের ইজারাদার ছিলেন তিনি। গত বুধবার রাতে তাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে তাকে ৩০ দিনের ডিটেনশনে দেন জেলা ম্যাজিস্ট্রেট। এদিকে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলার প্রতিটা উপজেলাসহ সিটি কর্পোরেশনের প্রায় শতভাগ হাটের ইজারা পেয়েছেন এ বছর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীদের বাহিরে গিয়ে কেউ হাটের দরপত্রের সিডিউল ক্রয় করতেও পারেনি। কোনো কোনো জায়গায় সিডিউল ক্রয় করতে গিয়ে বিএনপির দুর্বল অংশের নেতাকর্মীরা পিটুনি খেয়েছেন সবল অংশের নেতাকর্মীদের হাতে। এসব হাটের ইজারাদার বেশির ভাগ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যমসারির নেতাকর্মীরা। সিন্ডিকেট করে হাটের ইজারার দরপত্রের সিডিউল ক্রয় করে হাটের ইজারা ছিনিয়ে নিয়েছেন কৌশলে। যদিও এসব হাট ইজারার পেছনে কাজ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতারাও। জানাগেছে, এ বছর বন্দর উপজেলার মদনপুর বাসস্টান্ডের দক্ষিণ পাশের ফুলহর ইট ভাটার হাটের ইজারা পেয়েছেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন। তার সঙ্গে সার্বিক তত্ত্বাবধানে আছেন বন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল। সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের মদনপুর আল বারাকাহ হাসপাতালের পশ্চিম পাশে মোতালেব মিয়ার বালুর মাঠের হাটের ইজারা পেয়েছেন মহানগর যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক এসএম মোমেন। মদনপুর স্কুল মাঠ হাটের ইজারা পেয়েছেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন। সিদ্ধিরগঞ্জের কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠের হাটের ইজারা পেয়েছেন বিএনপি নেতা বাবুল হোসেন। এই হাটের সার্বিক তত্ত্বাবধানে আছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান নাগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোহাম্মদ সাখাওয়াত। বন্দর ফরাজিকান্দা হাটের ইজারা পেয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল। সোনারগাঁও পৌরসভার বালুর মাঠের হাটের ইজারা পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার। সোনারগাঁও অলিপুরা বাজার হাটের ইজারা পেয়েছেন সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনুর ছোট ভাই সোনারগাঁও উপজেলা যুবদলের সদস্য মাশফিকুর রহমান মোহন। এই হাটের সার্বিক তত্ত্বাবধানে আছেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম। সাদিপুর নয়াপুর বাজার হাটের ইজারা পেয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম সরকার। মেঘনা শিল্পনগরীর স্কুল সংলগ্ন মাঠের হাটের ইজারা পেয়েছেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মেম্বার। বৈদ্যেরবাজার লঞ্চঘাট হাটের ইজারা পেয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সফিউদ্দীন ভুঁইয়া। জামপুর তালতলা বালুর মাঠের হাটের ইজারা পেয়েছেন বিএনপি নেতা গোলজার হোসেন। জামপুর মন্দিরপুর নোয়াব্দা বাবু বাজার হাটের ইজারা পেয়েছেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন বাবুল। এদিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর কয়লাঘাট এলাকার গরুর হাটের ইজারাদার গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন। নাসিকের ৬নং ওয়ার্ডের নতুন সড়ক সংলগ্ন হাটের ইজারাদার মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, যাকে ৩০ দিনের ডিটেনশনে দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। তবে হাট-মাঠ দখলকারী বিএনপির একাধিক নেতা এবার প্রশানরে নজরে রয়েছে। তাদের ১ বছরের ফিরিস্তি খতিয়ে দেখছে প্রশাসন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা