
ডান্ডিবার্তা রিপোর্ট
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলামকে ডিটেনশন দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট। গত ঈদ উল আযহা উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের গরু ছাগলের হাটের ইজারাদার ছিলেন তিনি। গত বুধবার রাতে তাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে তাকে ৩০ দিনের ডিটেনশনে দেন জেলা ম্যাজিস্ট্রেট। এদিকে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলার প্রতিটা উপজেলাসহ সিটি কর্পোরেশনের প্রায় শতভাগ হাটের ইজারা পেয়েছেন এ বছর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীদের বাহিরে গিয়ে কেউ হাটের দরপত্রের সিডিউল ক্রয় করতেও পারেনি। কোনো কোনো জায়গায় সিডিউল ক্রয় করতে গিয়ে বিএনপির দুর্বল অংশের নেতাকর্মীরা পিটুনি খেয়েছেন সবল অংশের নেতাকর্মীদের হাতে। এসব হাটের ইজারাদার বেশির ভাগ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যমসারির নেতাকর্মীরা। সিন্ডিকেট করে হাটের ইজারার দরপত্রের সিডিউল ক্রয় করে হাটের ইজারা ছিনিয়ে নিয়েছেন কৌশলে। যদিও এসব হাট ইজারার পেছনে কাজ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতারাও। জানাগেছে, এ বছর বন্দর উপজেলার মদনপুর বাসস্টান্ডের দক্ষিণ পাশের ফুলহর ইট ভাটার হাটের ইজারা পেয়েছেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন। তার সঙ্গে সার্বিক তত্ত্বাবধানে আছেন বন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল। সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের মদনপুর আল বারাকাহ হাসপাতালের পশ্চিম পাশে মোতালেব মিয়ার বালুর মাঠের হাটের ইজারা পেয়েছেন মহানগর যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক এসএম মোমেন। মদনপুর স্কুল মাঠ হাটের ইজারা পেয়েছেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন। সিদ্ধিরগঞ্জের কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠের হাটের ইজারা পেয়েছেন বিএনপি নেতা বাবুল হোসেন। এই হাটের সার্বিক তত্ত্বাবধানে আছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান নাগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোহাম্মদ সাখাওয়াত। বন্দর ফরাজিকান্দা হাটের ইজারা পেয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল। সোনারগাঁও পৌরসভার বালুর মাঠের হাটের ইজারা পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার। সোনারগাঁও অলিপুরা বাজার হাটের ইজারা পেয়েছেন সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনুর ছোট ভাই সোনারগাঁও উপজেলা যুবদলের সদস্য মাশফিকুর রহমান মোহন। এই হাটের সার্বিক তত্ত্বাবধানে আছেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম। সাদিপুর নয়াপুর বাজার হাটের ইজারা পেয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম সরকার। মেঘনা শিল্পনগরীর স্কুল সংলগ্ন মাঠের হাটের ইজারা পেয়েছেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মেম্বার। বৈদ্যেরবাজার লঞ্চঘাট হাটের ইজারা পেয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সফিউদ্দীন ভুঁইয়া। জামপুর তালতলা বালুর মাঠের হাটের ইজারা পেয়েছেন বিএনপি নেতা গোলজার হোসেন। জামপুর মন্দিরপুর নোয়াব্দা বাবু বাজার হাটের ইজারা পেয়েছেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন বাবুল। এদিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর কয়লাঘাট এলাকার গরুর হাটের ইজারাদার গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন। নাসিকের ৬নং ওয়ার্ডের নতুন সড়ক সংলগ্ন হাটের ইজারাদার মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, যাকে ৩০ দিনের ডিটেনশনে দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। তবে হাট-মাঠ দখলকারী বিএনপির একাধিক নেতা এবার প্রশানরে নজরে রয়েছে। তাদের ১ বছরের ফিরিস্তি খতিয়ে দেখছে প্রশাসন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯