
ডান্ডিবার্তা রিপোর্ট
যেখানে জীবন রক্ষার আশা নিয়ে মানুষ ছুটে আসে, সেই নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এখন পরিণত হয়েছে দুর্ভোগের এক নতুন কেন্দ্রে। হাসপাতালের অপরিচ্ছন্নতা, বিশেষ করে শৌচাগারগুলোর ভয়াবহ অবস্থা নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি এক রোগীর তিক্ত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে হাসপাতালটির বেহাল দশার করুণ চিত্র সবার সামনে চলে আসে। ভুক্তভোগী আফরিন আহমেদ হিয়া তার ফেসবুক পোস্টে হাসপাতালের নোংরা পরিবেশের এক নির্মম উদাহরণ তুলে ধরেছেন: “গত পরশু জ্বরের থেকা হাতপা খিচানি দিয়া শক্ত হয়া গেসিল। তারপর ভিক্টোরীয়া হাসপাতালের ইমারজেন্সিতে নিসে। ডাক্তার সেলাইন খাওয়াইল আর একটা অসুধ দিল আর দিল সাপোজিটারি কারণ জ্বর কমাইতে হবে। আমার সেন্স আসিল, হাত পা বাকা হইয়া পিঠ থেকা শুরু কইরা মাথার পিছনে এমন রগে টান দিসিল, মনে হইতাসিল মাথার রগ ছিরা যাইব। এই অবস্থায় আমি যখন কাতরাইতাসি, ইমারজেন্সি ডাক্তারের রুমে বিশ-পঁচিশ মানুষের লাইন।। কোন রকমে আমার ব্যপক চিৎকার শুইনা ডাক্তার অসুধ দিল আর মুখে স্যলাইন খাওয়াইতে কইল। সেলাইন খায়ার পরে, পশ্চাতদেশ দিয়া সাপোজিটারি দিতে হবে। ইমারজেন্সিতে কোন বাথরুম নাই। তো কি আর করা এত এত লেকের সামনেই প্যান্ট খুইলা দিল সাপোজিটারি। পরে ধরসে হিসু, কারণ স্যালাইন খাইসিলাম এক বোতল। এলা কই হিসু করমু, এই যন্ত্রনা। পরে নিচতলায় ইমারজেন্সি থেকা অনেকখানি ভিতরে ডাইরিয়া সেকশন। ওইখানে নিয়া যাইতে যাইতেই আমি হিসু কইরা দিসি প্যন্টে। এরপর কিছুটা স্বাভাবিক হইতাসি, তো ক্যনলা দিয়া স্যলাইন দিবো। এইসময় গেসেগা কারেন্ট, মোবাইলের লাইট দিয়া ক্যনলা পড়ায়ে স্যলাইন দিল। এরপর শুরু হইল মশার যন্ত্রণা। আমার আব্বা আর দিনার সমানে আমার দুইহাত ম্যসেজ করতাসে। আর আমার ননাস যান-প্রাণ দিয়া মশা তাড়াইতাসে। প্রায় আধঘণ্টা পরে কারেন্ট আইসে। সেলাইন দিতে দিতে দেখলার একটা বেডে দুইজন কইরা স্যলাইন দিতাসে। একজনের পায়ের কাছে আরেকজনের মাথা। এরমধ্যে দিনারে আবার একবোতল স্যলাইন আর ডাবের পানি খাওয়াইল। বারবার হিসু পাইতাসে। এইসময়ে কিছুটা স্ট্যাবল হইসি, হাইট্টাা ডাইরিয়া সেকশনের টয়লেটে যাইতে পারি। তো বাথরুমে গিয়া দেখি, টয়লেটের কমডের চারপাশে দলা দলা গু ঠেইলা বমি আসতাসে। কি করমু বুঝতে পারতাসিলাম না। যাস্ট চোখ- নাক বন্ধ কইরা হিসু করসি। এই কয়েকমাস এতপরিমানে মানুষ অসুস্থ হইসে, হাসপাতালে গেলে বুঝা যায় আমরা কোন নরকে থাকি। একটারপর একটা রোগী আসতাসে, একটু বসতে দিবো রোগীরে, একটা বেডে শোয়াইবো তার উপায় নাই। আমি প্রতিবার টয়েলেটে যাইতাসি, আর আমার আব্বা বেড পাহারা দিতাসে। এই হইল স্বাস্থ্য ব্যবস্থা। এই অবস্থার কোন পরিবর্তন হবেনা জানি, তাও লিখলাম যদি এইসব অতিরিক্ত অসুস্থতার দিনগুলিতে পর্যাপ্ত বেড আর একটা গু ছাড়া বাথরুম পাওয়া যায়।” রোগী ও তাদের স্বজনরা বলছেন, হাসপাতালের ভেতরে এ ধরনের অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যসেবার মৌলিক নীতিকেই প্রশ্নবিদ্ধ করে। যেখানে হাসপাতালকে জীবাণুমুক্ত থাকার কথা, সেখানে এমন নোংরা পরিবেশে রোগীরা আরও বেশি অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকেন। শুধুমাত্র শৌচাগারই নয়, পর্যাপ্ত শয্যার অভাবে রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হয়, যা দুর্ভোগকে আরও বাড়িয়ে তোলে। বিদ্যুৎ বিভ্রাটের কারণেও অনেক সময় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। এসব সমস্যা হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। বারবার অভিযোগ করার পরেও হাসপাতাল কর্তৃপক্ষের নীরবতা সাধারণ মানুষের ক্ষোভকে আরও উসকে দিয়েছে। রোগীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই হাসপাতালটি ধীরে ধীরে এমন দুরবস্থায় পৌঁছেছে। অবিলম্বে এই সমস্যাগুলো সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা, অন্যথায় এটি জনগণের আস্থা হারাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হাসপাতালকে সুস্থ ও নিরাপদ পরিবেশে ফিরিয়ে আনার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯