
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ৩টি নির্বাচনী আসনের সীমানা চুড়ান্ত করে খসড়া প্রকাশ করার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্দি পাচ্ছে। বতর্মানে মানববন্ধন, প্রতিবাদসভা ও স্মারকলিপি দিয়ে যাচ্ছেন। এসকল নির্বাচনী এলাকার সাধারণ মানুষের দাবি যদি আসনগুলি পূর্বে ন্যায় করা না হয় তবে মহাসড়ক অবরোধ করে দাবি আদায় করা হবে। সম্প্রতি নির্বচন কমিশন সদর-বন্দর আসন বন্দর উপজেলাকে সীমানা পরিবর্তন করে সোনারগাঁ আসনের সাথে বন্দরকে সংযুক্ত করায় ক্ষোভে ফাটছে বন্দরবাসী। যার কারণে নাগরিক সমাজ এবং বন্দরবাসী ব্যানারে বিক্ষোভ প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে এদিকে সদর-বন্দর আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অগ্রভাগের নেতারাই ক্ষোভ প্রকাশ করেন। সূত্র বলছে, গত ৩০ জুলাই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে নারায়ণগঞ্জ-৩,৪,৫ আসনে সীমানায় পরিবর্তন ঘটেছে। এদিকে সোনারগাঁ আসনটি সোনারগাঁয়ের সাথে বন্দরকে সংযুক্ত করায় সোনারগাঁ আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা না গেলেও সদর-বন্দর আসনকে বন্দরকে সোনারগাঁয়ের সাথে সংযুক্ত করায় ক্ষোভে ফাটছে বন্দরবাসী। অপরদিকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জকে শুধু ফতুল্লা থানায় অর্ন্তভুক্ত করে সদর-বন্দর আসনের কয়েকটি ইউনিয়ন সংযুক্ত করায় ফতুল্লার অনেকেই উচ্ছ্বাশ প্রকাশ করেছেন। তবে বন্দরবাসী বন্দরকে সোনারগাঁয়ের সাথে সম্পৃক্ত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এপর্যন্ত তিনটি ব্যানারে আমরা বন্দরবাসী,নাগরিক সংলাপ,বন্দরবাসী এসকল ব্যানারে রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে বন্দরবাসীর ব্যানারে মানববন্ধন করে বন্দর ইউনওকে আপত্তিপত্রও দাখিল করেন। তবে সীমানা পরিবর্তনের পরই ক্ষোভ প্রকাশ করেন সদর-বন্দর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি মাসুদুজ্জামান। এদিকে নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর-বন্দর আসনের সাবেক সাংসদ আবুল কালাম ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু এরমধ্যে ইসলামীদলগুলোর প্রার্থী জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা মঈনউদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল ইসলাম মামুন এসকল ইসলামীদলের সদর-বন্দর আসনের প্রার্থীদের মধ্যে কোন প্রকার প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়নি। এদিকে বিএনপি থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কাছে নারায়ণগঞ্জের তিনটি আসনের মতামত জানতে চেয়েছে বিএনপি। এরমধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি নেতারাও চায় এই তিনটি আসন পূর্বের ন্যায় সীমানাগুলো বিদ্যমান থাকে। এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৩৯টি আসনের সীমানা পুনর্বিন্যাসের এ সংক্রান্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে ১০ আগস্ট পর্যন্ত। পরবর্তীতে আসন ভিত্তিক শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপত্তি কম থাকলে দ্রুতই চূড়ান্ত হবে সীমানা নির্ধারণ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯