আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৩:৪২
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধর ও নিন্দা

ডান্ডিবার্তা | ০৯ আগস্ট, ২০২৫ | ১১:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গাজীপুরের চান্দনায় চাঁদাবাজীর সংবাদ প্রকাশের জেরে প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাব, ফতুল্লা প্রেসক্লাব, সোনারগাঁ প্রেসক্লাব ও বন্দরে পেশাদার সাংবাদিক ফোরামের উদ্যাগ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার শুক্রবার বেলা ১১টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্তের স্থানীয় প্রতিনিধি মহিউদ্দিন সিদ্দিকী, দৈনিক যুগের চিন্তার বন্দর প্রতিনিধি যায় দিন জি এম সুমন, দৈনিক যুগের চিন্তার স্টাফ রিপোর্টার লতিফ রানা, দৈনিক বর্তমান দেশবাংলার বিশেষ প্রতিনিধি মঞ্জুর আহমেদ মুন্না, দৈনিক স্বাধীন সংবাদ এর বিশেষ প্রতিনিধি রাসেল ইসলাম জীবন, সিএনএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি জিহাদ হোসেন, অগ্রবাণী প্রতিদিনের স্টাফ রিপোর্টার শাহরিয়ার প্রধান ইমন, দৈনিক বাংলাদেশ সমাচার এর বন্দর প্রতিনিধি শেখ সুমন হোসেন, দৈনিক ডান্ডিবার্তার বন্দর প্রতিনিধি হাসান মুন্না ও কবি সিরাজুল ইসলাম। মানবাধিকার নেতা মোমেন ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসবিডি টুয়েন্টি ফোর ডটকম’র সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ,দৈনিক আজকের নীরবাংলার নিজস্ব প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার ফটো সাংবাদিক মেহেদি হাসান রিপন, এনএএন টিভির নিজস্ব প্রতিনিধি মেহেদি হাসান প্রান্ত, চ্যানেল জিরো’র ক্যামেরা পার্সন আকরাম হোসেন, আলোর ধারা টিভি’র প্রতিনিধি মোঃ মনির হোসেন, অভিনেতা সুবাস চন্দ্র দাস প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে তুহিন হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ
গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা। তাঁরা বলেন, এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় হানিট্র্যাপ থেকে নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশা নামে এক যুবককে চাপাতি দিয়ে কোপাতে থাকে। কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।
ফতুল্লা প্রেসক্লাবের নিন্দা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) কে কুপিয়ে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা প্রেস ক্লাব। গতকাল শুক্রবার সকালে ফতুল্লা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম এক বিবৃতে নিন্দা ও প্রতিবাদ জানান। সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকা-ের শিকার হন। বিবৃতে উল্লেখ্য করা হয় সাংবাদিকের উপরে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা ও হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন ঘটনা দেশে নতুন নয়। অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই, এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সোনারগাঁও প্রেস ক্লাবের মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে সোনারগাঁও প্রেস ক্লাব। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার উদ্ধবগঞ্জে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য আনিসুর রহমান, হীরালাল বাদশা, মো.কবির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম পাপ্পু, সুমন আল হাসান প্রমুখ। মানববন্ধনে ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। এই হত্যাকা-ের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা