আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | দুপুর ২:২৩

সামাজিক কাজে তৎপর ছাত্রদল

ডান্ডিবার্তা | ১৩ আগস্ট, ২০২৫ | ১০:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ছাত্রদল মানবিক হতে শুরু করেছে। কেন্দ্রের নির্দেশে নারায়ণগঞ্জ ছাত্রদল বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিবেদিত করছেন। কারণ নির্বাচনে আগে জণগনের আস্থা অর্জনে বিএনপি তরুন প্রজন্মকে কাছে টানতে ছাত্রদলকে কাজে লাগাচ্ছেন। নির্বাচনে তরুণ প্রজন্ম একটি বড় ফ্যাক্টর। আর ছাত্রদল তাদের বিনয়ী আচরণ ও সামাজিক কাজ দিয়ে সাধারণ ভোটারদের মন জয় করে আগামী নির্বাচনে ধানের শীষের জয় ছিনিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে ছাত্রদলকে বিনয়ী আচরণসহ সামাজিক কাজে মননিবেশ করার নির্দেশে দিয়েছেন। সে নির্দেশনা মোতাবেক ছাত্রদল মাঠে নেমেছেন। ছাত্রদল আগামী নির্বাচনেক উৎসব মুখর করার পাশাপাশি সামাজিক কাজ করে চলছেন। যা সিদ্ধিরগঞ্জে নিজ অর্থায়নে ভেঙ্গে যাওয়া রাস্তা ও নষ্ট হওয়া সড়ক বাতি মেরামত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদের জিলানী হিরা। তিনি সাধারণ ভোটারদের মন জয় করে বিএনপির পক্ষে ভোটের ক্ষেত্র তৈরী করছেন বলে একাধিক নেতা মনে করেন। দেখা গেছে, নাসিক ৪ ও ৫ নং ওয়ার্ডের এলাকাবাসীর ভোগান্তি দূর করতে সামাজিক দায়িত্ববোধ থেকে নিজ খরচে রাস্তা সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা ও রাস্তার দুই পাশের বিদ্যুৎতের নষ্ট হওয়া সড়ক বাতি মেরামত করাসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। ছাত্রদল নেতা হিরার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী দল গত ২৭ জুলাই উত্তর আজিবপুর শাহী মসজিদ থেকে শীতলক্ষ্যা নদীর পাড় যাওয়ার অকেজো রাস্তার দুই পাশে বন জঙ্গল কেটে পরিস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে দিয়েছেন। একইসঙ্গে গত ১২ জুলাই ভূমিপল্লী থেকে আটিগ্রাম পেপার মিল ও নুরুল হক মেম্বারের বাসার মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের বিদ্যুৎতের নষ্ট হওয়া সড়ক বাতি নিজ অর্থায়নে মেরামত এবং গত ২ আগষ্ট আটিগ্রাম ছাপাকারখানার সামনে রাস্তা ফেটে গ্যাস লিকেজ হওয়া স্থানগুলো মেরামত করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, শীতলক্ষ্যা নদীর পাড় যাওয়ার রাস্তায় বন জঙ্গলে ভরে যাওয়ার ফলে আমাদের চলাচলে অসুবিধা হতো ও রাস্তার দুই পাশের বিদ্যুৎতের লাইট গুলো নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয়েছে। আমাদের এলাকায় বিভিন্ন স্থানে গ্যাস লিকেজ হওয়া স্থান ছিলো এই সকল সমস্যার কারণে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ছাত্রদল নেতা হিরা তার নিজ অর্থায়নে রাস্তাসহ বেশ কিছু সমস্যা সমাধান করে দিয়েছে। এ বিষয়ে ছাত্রদল নেতা হিরা বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, সাধারণ মানুষের পাশে থাকাই একজন ছাত্রনেতার মূল দায়িত্ব। আমরা চেয়েছি নিজেরাই এমন কিছু করতে, যাতে এলাকার মানুষ উপকৃত হয়। এ ধরনের সামাজিক কাজে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা