
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ছাত্রদল মানবিক হতে শুরু করেছে। কেন্দ্রের নির্দেশে নারায়ণগঞ্জ ছাত্রদল বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিবেদিত করছেন। কারণ নির্বাচনে আগে জণগনের আস্থা অর্জনে বিএনপি তরুন প্রজন্মকে কাছে টানতে ছাত্রদলকে কাজে লাগাচ্ছেন। নির্বাচনে তরুণ প্রজন্ম একটি বড় ফ্যাক্টর। আর ছাত্রদল তাদের বিনয়ী আচরণ ও সামাজিক কাজ দিয়ে সাধারণ ভোটারদের মন জয় করে আগামী নির্বাচনে ধানের শীষের জয় ছিনিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে ছাত্রদলকে বিনয়ী আচরণসহ সামাজিক কাজে মননিবেশ করার নির্দেশে দিয়েছেন। সে নির্দেশনা মোতাবেক ছাত্রদল মাঠে নেমেছেন। ছাত্রদল আগামী নির্বাচনেক উৎসব মুখর করার পাশাপাশি সামাজিক কাজ করে চলছেন। যা সিদ্ধিরগঞ্জে নিজ অর্থায়নে ভেঙ্গে যাওয়া রাস্তা ও নষ্ট হওয়া সড়ক বাতি মেরামত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদের জিলানী হিরা। তিনি সাধারণ ভোটারদের মন জয় করে বিএনপির পক্ষে ভোটের ক্ষেত্র তৈরী করছেন বলে একাধিক নেতা মনে করেন। দেখা গেছে, নাসিক ৪ ও ৫ নং ওয়ার্ডের এলাকাবাসীর ভোগান্তি দূর করতে সামাজিক দায়িত্ববোধ থেকে নিজ খরচে রাস্তা সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা ও রাস্তার দুই পাশের বিদ্যুৎতের নষ্ট হওয়া সড়ক বাতি মেরামত করাসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। ছাত্রদল নেতা হিরার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী দল গত ২৭ জুলাই উত্তর আজিবপুর শাহী মসজিদ থেকে শীতলক্ষ্যা নদীর পাড় যাওয়ার অকেজো রাস্তার দুই পাশে বন জঙ্গল কেটে পরিস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে দিয়েছেন। একইসঙ্গে গত ১২ জুলাই ভূমিপল্লী থেকে আটিগ্রাম পেপার মিল ও নুরুল হক মেম্বারের বাসার মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের বিদ্যুৎতের নষ্ট হওয়া সড়ক বাতি নিজ অর্থায়নে মেরামত এবং গত ২ আগষ্ট আটিগ্রাম ছাপাকারখানার সামনে রাস্তা ফেটে গ্যাস লিকেজ হওয়া স্থানগুলো মেরামত করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, শীতলক্ষ্যা নদীর পাড় যাওয়ার রাস্তায় বন জঙ্গলে ভরে যাওয়ার ফলে আমাদের চলাচলে অসুবিধা হতো ও রাস্তার দুই পাশের বিদ্যুৎতের লাইট গুলো নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয়েছে। আমাদের এলাকায় বিভিন্ন স্থানে গ্যাস লিকেজ হওয়া স্থান ছিলো এই সকল সমস্যার কারণে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ছাত্রদল নেতা হিরা তার নিজ অর্থায়নে রাস্তাসহ বেশ কিছু সমস্যা সমাধান করে দিয়েছে। এ বিষয়ে ছাত্রদল নেতা হিরা বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, সাধারণ মানুষের পাশে থাকাই একজন ছাত্রনেতার মূল দায়িত্ব। আমরা চেয়েছি নিজেরাই এমন কিছু করতে, যাতে এলাকার মানুষ উপকৃত হয়। এ ধরনের সামাজিক কাজে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তিনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯