
বন্দর প্রতিনিধি
নবীগঞ্জ হাজিগঞ্জ খেয়াঘাটে নৌকার যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে বলে একাধিক যাত্রী সাধারণ অভিযোগ করেন। কয়েক বছর এ ঘাটে নৌকায় খেয়াপারাপার টোল ফ্রি থাকলেও সম্প্রতি নৌকায় যাত্রীপ্রতি ২ টাকা করে আদায় শুরু করেছে ইজারাদারের পক্ষের লোকজন। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। যাত্রীদের অভিযোগ, নৌকায় উঠলেই ইজারাদারের লোকজন জোরপূর্বক টাকা আদায় করছে। কেউ দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হচ্ছে এবং জোর করে টোলের নামে টাকা আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও এই টোল আদায় করা হচ্ছে, যা পূর্বে সম্পূর্ণ ফ্রি ছিল। এছাড়া যাত্রীরা খেয়াঘাটের জেটি পানিতে তলিয়ে যাওয়ায় পানি মারিয়ে নৌকায় উঠতে হচ্ছে। অনেকে হাতে জুতা নিয়ে হাঁটছেন, আবার কেউ কাদাপানিতে ভিজে নৌকায় উঠছেন। যাত্রীরা দুর্ভোগের শিকার হলেও ইজারাদার যাত্রীদের সুবিধা করে দিচ্ছে না। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা সরাসরি চাঁদাবাজি ও জনস্বার্থবিরোধী কাজ। আগে যেখানে টোল ফ্রি ছিল, এখন জনগণের গলায় টোলের ফাঁস পরানো হচ্ছে। এর সঙ্গে জেটির করুণ অবস্থায় যাত্রীদের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। অবৈধ টোল আদায় ও খেয়াঘাটের জরাজীর্ণ অবস্থা নিয়ে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী ও ছাত্র-জনতা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনে নামতে বাধ্য হবেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯