আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | দুপুর ২:০৭

যানজট নিরসনে জেলা প্রশাসকের সঙ্গে চেম্বার নেতাদের সভা

ডান্ডিবার্তা | ১৩ আগস্ট, ২০২৫ | ১০:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের সঙ্গে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান শহরের যানজট সমস্যা সমাধানে চেম্বার ও বিকেএমইএ-কে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। সভায় মাসুদুজ্জামান বলেন, “আমরা সব থেকে বেশি যে জিনিসটা অসুবিধা ভোগ করি, সেটি হলো যানজট, যা নারায়ণগঞ্জের মানুষের জন্য দীর্ঘদিনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যানজট থেকে মুক্তি জরুরি মনে করে বিকেএমইএ, চেম্বার অব কমার্স ও মডেল গ্রুপের যৌথ উদ্যোগে ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। আজ জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করা হলো।” তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই উদ্যোগে যানজটের পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নারায়ণগঞ্জের মানুষ এর সুফল পাবে। এরপর আরও নাগরিক সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে ব্যবসায়ী, সুশীল সমাজ, তরুণ ও নবীনদের সঙ্গে সমন্বয়ে কাজ করে সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবো।” স্বেচ্ছাসেবকদের কাজ চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করে মাসুদুজ্জামান বলেন, “এখানে নাগরিকদেরও সচেতন হয়ে যানজট নিরসনে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক আমাদের বলেছেন, আমরা নারায়ণগঞ্জের মানুষ, তাই এই শহরের দায়িত্ব আমাদের নিতে হবে। ইতিমধ্যে খাল খনন করে প্রায় দুই হাজার ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে, কিন্তু অনেকেই এখনও খালে বর্জ্য ফেলে। তাই আমাদের নিজেদের সচেতনতা বাড়াতে হবে এবং শহরকে পরিবর্তন করতে হবে।”তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, “আপনার শহর আপনি দায়িত্ব নেন, আমরা আপনার পাশে আছি।” সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বারের বর্তমান সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, এমরানুল হক মুন্না, মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহমেদুর রহমান তনু, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক খন্দকার সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে গত ২৭ জুলাই নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক যানজট নিরসনে অতিরিক্ত জনবল সহায়তার জন্য চেম্বার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছিলেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা