আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | সকাল ৭:৩৯

বিএনপিতে তরুণ নেতাদের কদর বেশী

ডান্ডিবার্তা | ১৪ আগস্ট, ২০২৫ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির তরুণরা দিন দিন এগিয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষও তরুণ নেতাদের প্রতি আকৃষ্ট হচ্ছে বেশী। গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগের পতনের মধ্যে দিয়ে দেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের পদচারণা স্পষ্ট হয়ে উঠছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে সামনে আসছেন প্রবীণ নেতাদের সন্তানরা। যাদের পিতা একাধিকবার সংসদ-সদস্য ছিলেন, কেউ কেউ ছিলেন মন্ত্রী বা এখনো জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিগত সরকারের আমলে আন্দোলন-সংগ্রামেও জোরালো ভূমিকা পালন করেছেন তারা। মামলা-হামলা-নির্যাতনের শিকার হয়েছেন। আবার পিতার মতো দায়িত্ব পালন করছেন দলের গুরুত্বপূর্ণ পদে। তরুণ এসব নেতা ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে সাইফুর রহমান, কেএম ওবায়দুর রহমান, তরিকুল ইসলামসহ অনেকেই এখন প্রয়াত। জীবিতদের মধ্যেও অধিকাংশই প্রবীণ। তাদের কেউ কেউ রাজনীতি থেকে অবসরও নিয়েছেন। প্রয়াত রাজনীতিবিদদের সন্তানদের অনেকেই এখন দলটির হয়ে রাজনীতি করছেন। আবার বর্ষীয়ান নেতাদের মধ্যে যারা রাজনীতিতে আছেন, তাদের কারও কারও সন্তানও এখন বিএনপির রাজনীতিতে সক্রিয়। বিএনপির দ্বিতীয় প্রজন্মের মধ্যে মনোনয়ন চান-ব্যারিস্টার নওশাদ জমির, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, মাহমুদুর রহমান সুমন, নিপুণ রায় চৌধুরী, ইসরাফিল খসরু, মঞ্জুরুল করিম রনি, সাঈদ আল নোমান, ইশরাক হোসেন, হুম্মাম কাদের চৌধুরীসহ অন্তত অর্ধশত নেতা। যারা এবার নিজ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী। তাদের মধ্যে কেউ কেউ আবার বিগত নির্বাচনে ধানের শীষের টিকিটও পেয়েছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন চান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এছাড়া একই আসনে বিএনপির প্রয়াত নেতার ছেলে সুমন। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সাবেক এমপি এড. আবুল কালামের পুত্র আবুল কাউসার আশা। তিনি ধীরে ধীরে রাজনীতিতে এগিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ-১ আসনে তরুণ নেতা দিপু ভ’ইয়া যিনি চেম্বার অব কমার্সের সভাপতি। এছাড়াও নারায়ণগঞ্জে বিএনপির তরুণ নেতারা রাজনীতেতে এগিয়ে রয়েছেন। নারায়ণগঞ্জে বিএনপির তরুণ নেতাদের শীর্ষ নেতারা আগামী নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার জন্য মাঠে কাজ করার জন্য প্রাধান্য দিচ্ছেন। এখন তরুণ নেতাদের কদর অনেকটা বেড়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা