
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো বিভিন্ন অজুহাতে চাঁদাবাজি চলছে। আর এর দায় দেয়া হচ্ছে বিএনপির উপর। এ জন্য এবার বিএনপি নেতারা বিএনপির বদনাম ঘুছাতে সকল ধরনের চাঁদাবাজদের গ্রেফতার দাবি করেছেন। যাতে শহরে বা শহরতলীতে কোন চাঁদাবাজি না হয়। দেখা গেছে, শহরের চাষাঢ়া অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড থেকে যারা চাঁদা নেয়া হচ্ছে। যারা চাঁদা নিচ্ছে তাদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন একাধিক বিএনপি নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘চাষাঢ়া মহিলা কলেজের সামনে অটো রিস্কা ও সিএনজি থেকে কাড়া চাঁদাবাজি করে, নব্য চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তার করুন’ দাবি জানিয়ে পোস্ট দেন। চাঁদাবাজদের খুজঁছেন নারায়ণগঞ্জ পুলিশ। ইতোমধ্যে কোন চাঁদাবাজ মাসলম্যান আপনাকে হুমকি দিলে আমার কাছে আসবেন। আমি এসপি বসে আছি, আমি দেখবো বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। তিনি গত সপ্তাহে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক এস এম আকরাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে গ্রেপ্তার করে আলোচিত হয়েছেন। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত দুইজনকে ৩০দিনের ডিটেনশন দিয়েছে জেলা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। অন্যদিকে আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদধারী নেতারা চাঁদাবাজদের হুংকার দিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনকে কঠোর হস্তক্ষেপও করেছেন মহানগরের নেতারা। বিএনপিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান নেয় বলে মন্তব্যে করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। আওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ আবার হয়েছেন দল থেকে বহিষ্কার। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাকর্মীরা ভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রবল সমালোচনা করলেও চাঁদাবাজির অভিযোগে যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। গত বছরের ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান (৪৭)। সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে যৌথ বাহিনী তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এরপর ১৫ অক্টোবর রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু। তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প থেকে পিন্টুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠলে তাঁকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চলতি বছরের ১৫ মে ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার এবং বিমানবন্দর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মো. চৌধুরী। ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অডিও ছড়িয়ে পড়ার পর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ ছাড়া গত ২৪ জুন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি শাহজাহান ভুঁইয়া চাঁদা না পেয়ে বন্দুক তুলে হত্যার হুমকি দেন এক প্রবাসীকে। এই ঘটনায় সেই বিএনপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় তাঁর বন্দুক। সর্বশেষ ৭ আগস্ট সিদ্ধিরগঞ্জে জ্বালানি ডিপো থেকে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহবায়ক এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুজনকে আদালত থেকে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে। ধারাবাহিক চাঁদাবাজির অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনায় বিব্রত বিএনপির নেতারা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না। এই বার্তা দল থেকে পরিষ্কার বলা আছে। যারাই অপরাধে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চিঠিও দিয়েছি আমরা। ফলে আমরা এই স্থানে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।’ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘চাঁদাবাজের সুনির্দিষ্ট অভিযোগ পেলে অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনা হচ্ছে। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখার কোনো সুযোগ নেই। যেকোনো অপরাধের ক্ষেত্রে অভিযোগ পেলে আমরা তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব। কেউ ভুক্তভোগী হলে তারা যেন আইনের আশ্রয় নেয়, সেই পরামর্শ থাকবে আমাদের।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯