আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | সকাল ৭:৩২

বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডান্ডিবার্তা | ১৪ আগস্ট, ২০২৫ | ১১:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটুর্নি জেনারেল ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ব্যারিষ্টার মেহেদী হাসান বলেন, শুধু মাত্র পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য খেলাধুলার প্রতি দৃষ্টি দিতে হবে। তিনি বলেন বাংলাদেশ এখন খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমাদের ক্রিকেট এবং নারী ফুটবল নিয়ে গৌরব বোধ করতে পারি। এথলেট ও সাঁতার নিয়ে প্রশিক্ষন বাড়াতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো কে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য বদিউজ্জামান বদু বলেন, খেলাধুলায় আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আন্তর্জাতিক পর্যায়ে মেয়েরা ফুটবলে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ান হচ্ছে। আমাদের ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দেয়ার জন্য শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও সাবেক পিপি এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য এডভোকেট নবী হোসেন ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৯০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা