
ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চলে বেড়াচ্ছেন। সকলেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন শুধু তফসিল ঘোষনার অপেক্ষায়। তফসিল ঘোষনা হলেই দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন অংশ নিবেদন প্রার্থীরা। তবে দলীয় মনোনয়ন নেয়ার জন্য লড়াই চলছে খুব জোরেসোরে। তবে বিএনপিতে একাধিক সম্বাব্য প্রার্থী থাকায় তাদের প্রচারনা খুব একটা চোখে পড়ছে না। তবে প্রচারনায় এগিয়ে রয়েছে জামায়াত। তবে বিএনপি একটু কৌশলী ভাবে প্রচারনা চালাচ্ছেন। তারা বিভিন্ন বিষয়ে নিয়ে কর্মসূচির মাঝেই নির্বাচনী প্রচারনা করে যাচ্ছেন। আগামী বছর ফেব্রুয়ারি মাঝামাঝিতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ইতোমধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকও করেছেন তিনি। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ায় এক তথ্য জানিয়েছেন। এদিকে নারায়ণগঞ্জের পাচঁটি আসনে বিএনপি সহ অন্যান্য দলের নেতারা দলীয় মনোয়ন যুদ্ধে নেমেছেন। ইতোমধ্যে জামায়াতে ইসলামী ও খেলাফত মসলিসের প্রার্থী ঘোষণা করেছেন। ফতুল্লা, বন্দর ও শহরে ভোটের হাওয়া লাগিয়েছে জামায়াতে ইসলামী। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের প্রার্থী ও মহানগরী আমীর আব্দুর জব্বার ফতুল্লা দূরদর্শা মিটিয়ে নেয়ার ঘোষনা দিয়েছেন। জনগণের খেদমত করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করার আহবান জানিয়েছেন আব্দুর জব্বার। অন্যদিকে সদর-বন্দর আসনে বন্দর সিটি কর্পোরেশন অঞ্চলের গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবীণ জামায়াতে নেতা মাওলানা মাঈনুদ্দিন আহাম্মদ। মূলত, নারায়ণগঞ্জের এই দুই আসনে ভোটে হাওয়া ঘুরপাক খাচ্ছে। তাদের পাশাপাশি সদর-বন্দর৫ আসনে বিএনপি দলীয় প্রার্থী হওয়ার জন্য জুন থেকে মাঠে নেমেছেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। মডেল মাসুদ খ্যাত এই ব্যবসায়ী বিএনপি প্রতীকে নির্বাচনে মরিয়া হয়ে উঠেছে। শহর ও বন্দরে বিভিন্ন উন্নয়নের বার্তা নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বন্দরে বিশুদ্ধ পানি জন্য গভীর নলকূপ, মসজিদ মাদ্রাসা অনুদান ও বিএনপি নেতা-কর্মীদের সক্রিয় করার চেষ্টা করে যাচ্ছেন। এদিকে তার প্রতিদ্বন্দ্বি হিসেবে মাঠে থাকছেন সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল। নারায়ণগঞ্জজুড়ে এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথামার্ধেই হতে যাচ্ছে এমন খবরে জনমনে এক ধরনের স্বস্তি দেশের সর্বত্র। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন, শোভাযাত্রাও হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপর অনেকে। কয়েকটি দলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় পর্যায়ে ভিন্ন কথা বললেও তাদের স্থানীয় নেতারা নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই। দল থেকে, বিশেষ করে বিএনপি থেকে কারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তা নিয়েও কৌতূহলের অন্ত নেই। ছোট দলগুলো বড় কোনো দলের সঙ্গে জোট গঠনের অপেক্ষায়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯