আজ বুধবার | ২০ আগস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ২৫ সফর ১৪৪৭ | দুপুর ১:২৮

না’গঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুত নেতাকর্মীরা

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২৫ | ১০:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপণক্ষে র‌্যালী ও আলোচনা সভা করবেন। প্রতিষ্ঠা বাষির্কী পালন উপলক্ষে বিএনপি নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সময় নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশ গুলি চারিয়ে যুবদল নেতা শাওনকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী যেমন আনন্দের তেমনই বেদনার। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে আমাদের এক কর্মীকে হারিয়েছি। আমাদের অনেক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আমরা অনেক হয়রানির শিকার হয়েছি। তবে আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিএনপির পতিষ্ঠা বার্ষিকী পালন করব। এদিকে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি পালনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সদস্য সচিব হিসাবে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও সদস্য হিসাবে রয়েছেন- খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী-খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সায়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, শাহীন শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম ও শামা ওবায়েদ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা