আজ বুধবার | ২০ আগস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ২৫ সফর ১৪৪৭ | দুপুর ১:৪১

আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের টেঁটাযুদ্ধ

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২৫ | ১০:১৯ পূর্বাহ্ণ

আড়াইহাজার প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল মঙ্গলবার দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় টেটাবৃদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ২০জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জসিম উদ্দিন, মঞ্জুর হোসেন, মনির, রনি, সালমান খান ও মীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদানের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হচ্ছে। খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া ও বাহেরচর গ্রামের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষের এই ঘটনা ঘটে। এ সময় বসত-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার পর থেকে উক্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে হঠ্যাৎ দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। কেউ কোন কিছু বুঝার আগেই বাড়িঘরে হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা লুটপাট ও ভাংচুর চালায়। র্দীঘদিন ধরে স্থানীয় কয়েকটি গ্রুপ এলাকায় একক আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিল। এর আগেও বেশ কয়েকবার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। যেকোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আহত মনির বলেন, আমি একজন খামারি। আমার খামারে ১ হাজার পিস ডিমের মুরগী ছিল। এগুলো সব লুটপাট করে নিয়ে গেছে। এসময় আমার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আমার বাড়িতে ব্যাপকভাবে লুটপাট করেছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা