আজ বৃহস্পতিবার | ২১ আগস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ২৬ সফর ১৪৪৭ | রাত ২:১২

বন্দরে অবৈধ মেলা উচ্ছেদ

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২৫ | ১০:২৯ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে বিভিন্ন স্থানে অবৈধ মেলা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। সচেতন মহলের অভিযোগ প্রশাসনের অনুমোদন ছাড়াই একটি চক্র বিভিন্ন এলাকায় সিন্ডিকেট গঠন করে বিভিন্ন পাড়া মহল্লায় এসব অবৈধ মেলা বসিয়ে আসছে। গত সোমবার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় অবৈধ মেলা বসানোর খবর পাওয়া গেছে। অবৈধ মেলা বসানোর খবর পেয়ে গতকাল মঙ্গলবার বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে এসে ওই অবৈধ মেলা পন্ড করে দেয়। ওই সময় তার সাথে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া, ৪নং ওয়ার্ড মেম্বার মাহবুব হোসেন ও গ্রাম পুলিশ বাহিনী। স্থানীয়রা জানায়, সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি না নিয়ে গত সোমবার থেকে একটি প্রভাবশালী সিন্ডিকেট কান্দিপাড়ায় এলাকায় অবৈধ মেলা নামে বিভিন্ন ধরনের জুয়ার আসর, নাচগান ও অশালীন কার্যক্রম চালু করার অপচেষ্টা চালিয়ে আসছিল। তারা আরো জানান, প্রশাসনের অনুমোদন ও কোন উপলক্ষ ছাড়াই বন্দরের বিভিন্ন এলাকায় অবৈধ মেলা বসানোর খবর যা শুধু সামাজিক অস্থিরতাই সৃষ্টি করে না, যুব সমাজকেও বিপথে ঠেলে দিচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের জন্য প্রশাসনের নজরধারী বৃদ্ধিসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানায়, “জনস্বার্থ বিরোধী ও অনুমোদনবিহীন কোনো মেলা চলতে দেওয়া হবে না। প্রশাসনের অনুমতি ছাড়া এমন আয়োজন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা