আজ রবিবার | ২৪ আগস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ২৯ সফর ১৪৪৭ | বিকাল ৪:৩২

রওশনের চাঁদাবাজির ফর্মুলা কাজে লাগেনি!

ডান্ডিবার্তা | ২৪ আগস্ট, ২০২৫ | ১১:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি না করার পরও হঠাৎ করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা বাস ভাড়া বৃদ্ধির তুমুল প্রতিবাদের দুই দিনের মধ্যেই অবশেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত করেছে জেলা প্রশাসন। গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং নিজ ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করে বাস ভাড়া স্থগিত করার ঘোষনা দেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা তার প্রেস বিজ্ঞপ্তি ও ফেসবুক পেইজের মাধ্যমে জানান, “অনিবার্য কারণ বশত গত ২০ আগষ্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহন এর ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে । গত বুধবার ২০ আগস্টে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকার পরিবর্তে ৫৫ টাকা ভাড়া নেওয়া শুরু হয়। যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্ব সাধারণ এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং আন্দোলনের ডাক দেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামীলীগ পতনের পর ২০২৪ এর ৫ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে হরতালের ডাক দেওয়া হয়। ১৭ নভেম্বর হরতালের আগের দিন ১৬ নভেম্বর জেলা প্রশাসন পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে ভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করে। “ওই সিদ্ধান্তের পর পরিবহণ সেক্টরের গডফাদারখ্যাত রওশন সরদার গত এক মাস যাবৎ জেলা প্রশাসনের কয়েকজন শীর্ষ অসাধু কর্তা, কয়েকজন রাজনৈতিক নেতা, কয়েকজন বিশেষ পেশার নামধারীদের সাথে যোগসাজস করে বাস ভাড়া বৃদ্ধি করতে ব্যাপক শলা পরামর্শ করে। রওশন সরদারসহ তার সহাযোগী দুই চাঁদাবাজ এমন ঘটনায় ব্যাপক দৌড়ঝাঁপও চালায়। প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকার একটি চাঁদাবাজির হিসাবের তালিকা নেতা, কর্তা ও বিশেষ পেশার অসাধুদের সামনে তুলে ধরে নির্ধারণ করা হয় কোন কোন নেতা, কোন কোন কর্তা ও কোন কোন বিশেষ পেশার লোকজন কত করে মাস শেষে চাঁদার বন্টন পাবেন। এমন বন্টনের প্রলোভনে পরে ৫ টাকা বাস ভাড়া বৃদ্ধি করতে আয়োজন করা হয় বিশেষ বৈঠকের। ওই বৈঠকে নির্ধারণ করা হয় বাস ভাড়া ৫৫ টাকা হবে। সেই সিদ্ধান্ত মতে শুরু করা হয় ৫৫ টাকা করে যাত্রী আনা নেয়া। এমন ঘটনায় নগরবাসী ফুঁসে উঠলে শেষ পর্যন্ত প্রচন্ড চাপের মুৃখে গত শুক্রবার সকাল ১০ টায় বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করে জেলা প্রশাসন। ফলে ভেস্তে যায় চাঁদাবাজির ফর্মূলা।” এমন মন্তব্য করে একজন পরিবহণ মালিক মুঠোফোনে ৩ মিনিট ৪৮ সেকেন্ড আলোচনাকালে এমন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন দৃঢ়তার সাথে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা