
ডান্ডিবার্তা রিপোর্ট
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি না করার পরও হঠাৎ করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা বাস ভাড়া বৃদ্ধির তুমুল প্রতিবাদের দুই দিনের মধ্যেই অবশেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত করেছে জেলা প্রশাসন। গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং নিজ ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করে বাস ভাড়া স্থগিত করার ঘোষনা দেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা তার প্রেস বিজ্ঞপ্তি ও ফেসবুক পেইজের মাধ্যমে জানান, “অনিবার্য কারণ বশত গত ২০ আগষ্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহন এর ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে । গত বুধবার ২০ আগস্টে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকার পরিবর্তে ৫৫ টাকা ভাড়া নেওয়া শুরু হয়। যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্ব সাধারণ এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং আন্দোলনের ডাক দেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামীলীগ পতনের পর ২০২৪ এর ৫ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে হরতালের ডাক দেওয়া হয়। ১৭ নভেম্বর হরতালের আগের দিন ১৬ নভেম্বর জেলা প্রশাসন পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে ভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করে। “ওই সিদ্ধান্তের পর পরিবহণ সেক্টরের গডফাদারখ্যাত রওশন সরদার গত এক মাস যাবৎ জেলা প্রশাসনের কয়েকজন শীর্ষ অসাধু কর্তা, কয়েকজন রাজনৈতিক নেতা, কয়েকজন বিশেষ পেশার নামধারীদের সাথে যোগসাজস করে বাস ভাড়া বৃদ্ধি করতে ব্যাপক শলা পরামর্শ করে। রওশন সরদারসহ তার সহাযোগী দুই চাঁদাবাজ এমন ঘটনায় ব্যাপক দৌড়ঝাঁপও চালায়। প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকার একটি চাঁদাবাজির হিসাবের তালিকা নেতা, কর্তা ও বিশেষ পেশার অসাধুদের সামনে তুলে ধরে নির্ধারণ করা হয় কোন কোন নেতা, কোন কোন কর্তা ও কোন কোন বিশেষ পেশার লোকজন কত করে মাস শেষে চাঁদার বন্টন পাবেন। এমন বন্টনের প্রলোভনে পরে ৫ টাকা বাস ভাড়া বৃদ্ধি করতে আয়োজন করা হয় বিশেষ বৈঠকের। ওই বৈঠকে নির্ধারণ করা হয় বাস ভাড়া ৫৫ টাকা হবে। সেই সিদ্ধান্ত মতে শুরু করা হয় ৫৫ টাকা করে যাত্রী আনা নেয়া। এমন ঘটনায় নগরবাসী ফুঁসে উঠলে শেষ পর্যন্ত প্রচন্ড চাপের মুৃখে গত শুক্রবার সকাল ১০ টায় বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করে জেলা প্রশাসন। ফলে ভেস্তে যায় চাঁদাবাজির ফর্মূলা।” এমন মন্তব্য করে একজন পরিবহণ মালিক মুঠোফোনে ৩ মিনিট ৪৮ সেকেন্ড আলোচনাকালে এমন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন দৃঢ়তার সাথে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯