আজ রবিবার | ২৪ আগস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ২৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৬

গোপনে সক্রিয় হচ্ছে যুব মহিলালীগ

ডান্ডিবার্তা | ২৪ আগস্ট, ২০২৫ | ১১:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে আবারও সক্রিয় হচ্ছে যুব মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। পাঁচ আগষ্টের পতনের পর রাজপথে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটির নেতাকর্মীরা। সিদ্ধিরগঞ্জে সম্প্রতি মিছিলের পর যুব মহিলা লীগের নেতাকর্মীরা শহরকেন্দ্রিক শোডাউনের পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। পলাতক সাবেক এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির নির্দেশে নাসিক ৬নং ওয়ার্ডে যুব মহিলা লীগের মহানগরের যুগ্ম আহবায়ক আসমার নেতৃত্বে কয়েকশত যুব মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে উপস্থিত ছিলেন আইলপাড়ার মফিজের স্ত্রী যুব মহিলালীগের নেত্রী লেডি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শায়লা বেগম, আইলপাড়ার রাবু, ৬নং ওয়ার্ডের জাকিরের স্ত্রী মাহমুদা, কদমতলী এলাকার গফুরের মেয়ে স্বর্নালী সহ কয়েকশত যুব মহিলা লীগের নেতাকর্মী। এসময় তারা রাজপথে মিছিল নিয়ে শেখ হাসিনার ডাকে সক্রিয় হওয়ার শপথ গ্রহণ করেন। সিদ্ধিরগঞ্জের একাধিক সূত্র জানায়, গত পাঁচ আগষ্টের পর নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ে। এই সুযোগেই দেশ ছেড়ে পালিয়ে যান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। আওয়ামী লীগের দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারাও দেশ ছেড়ে ভারত পালিয়েছেন। তবে শহরে এখনও তাদের বিশাল কর্মী বাহিনী রয়ে গেছে। পালিয়ে থেকেও দিয়ে যাচ্ছেন পাশ্ববর্তী দেশ থেকে নানান নির্দেশনা। এরই লক্ষ্যে যুব মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করে পরিস্থিতি উত্তপ্ত করতে বিশাল মিছিলের পরিকল্পনার ছক সাজানো হয়েছে। ইতোমধ্যে ঢাকায়ও বেশ কয়েকটি স্থানে শোডাউন করেছে আওয়ামী লীগ। সিদ্ধিরগঞ্জে কেক কেটে ও নৌকা বহরে মিছিল করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে যুব মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফতুল্লায়, আড়াইহাজারে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুযোগ পেলে শহরেও বড় ধরনের শোডাউন করতে পারে দলটির নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা