আজ রবিবার | ২৪ আগস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ২৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:৫৬

বার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২ প্রার্থী

ডান্ডিবার্তা | ২৪ আগস্ট, ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের বিদ্রোহী রেজা-গালিব প্যানেলের সহসভাপতি প্রার্থী অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও আপ্যায়ন সম্পাদক পদ প্রার্থী অ্যাডভোকেট শাহ আলম শামীম সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার বিকালে এই ঘোষণা দেন তারা। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ও অ্যাডভোকেট আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি প্যানেল ঘোষণা করা হলেও ওই প্যানেলে জায়গা না পাওয়া বিএনপিন্থী আইনজীবীদের আরেকটি অংশ অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা ও অ্যাডভোকেট গোলাম মোর্শেদ গালিবের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নামে প্যানেল গঠন করেন। রেজা-গালিব প্যানেলের সহসভাপতি প্রার্থী অ্যাড. আনিসুর রহমান মোল্লা বলেন, “আমি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী নির্বাচন ২০২৫-২৬ সালের সহ-সভাপতি পদে প্রার্থী ছিলাম, যেহেতু আমি আমার প্রাণের দল (বিএনপি) ১৯৯১ সাল থেকে ছাত্রদলের রাজনীতি সাথে রাজনীতি করে আসছি। এবং ২০০৩ সাল থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য হয়ে দীর্ঘ ২২ বছর এই ফোরামের পক্ষে প্রতিটি নির্বাচনে সক্রিয় ভূমিকা রেখেছি।” তিনি আরও বলেন, “জেলা আইনজীবী সমিতির বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম হয়েছে, তার প্রতিবাদে এবার জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ রেজা-গালিব প্যানেলে সহসভাপতি পদে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ ও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাই। কিন্তু আমার নির্বাচন যেহেতু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাহিরে, যার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলীর মাধ্যমে আমাকে দলীয় ফোরামের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর অনুরোধ করা হয়।” আনিসুর রহমান মোল্লা বলেন, “আমি এই বিষয়টি নিয়ে স্থানীয় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল ও যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার সাথে আলোচনা শেষে আমার প্রাণের দল জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের বৃহৎ স্বার্থে আমি সহসভাপতি পদ থেকে সরে দাঁড়ালাম। এবং আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেলের পক্ষে সকল প্রকার প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করবো। আমার এ সিদ্ধান্তের কারণে কারো কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।” আপ্যায়ন সম্পাদক পদ প্রার্থী অ্যাড. শাহ আলম শামীম বলেন, “বিগত ২০০২ সাল থেকে ছাত্র রাজনীতি এবং ২০১২ সাল থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে জড়িত রয়েছি। আমি এবার নির্বাচনে নমিনেশন পেপার কিনে ছিলাম এবং আপ্যায়ন সম্পাদক পদে তা জমা প্রদান করি।” তিনি বলেন, “আমাদের মাঝে যে সিনিয়রদের সঙ্গে মনোমালিন্য ছিল, তাদের সঙ্গে আমরা স্যারদের মাধ্যমে বৈঠক করেছি এবং কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলব। আমরা যেহেতু জাতীয়তাবাদী বিশ্বাসী, তাই সকলে মিলে একত্রে কাজ করব। এবং দলের পরিবর্তে কোনো ব্যক্তিগত বা স্বতন্ত্র কাজ করব না।” তিনি আরও বলেন, “আমরা মিলে-মিশে একত্রে যেন হুমায়ুন-আনোয়ার পরিষদের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করতে পারি, সেই লক্ষ্যে আমি আজ থেকে আমার নমিনেশনে দেওয়া প্রার্থীতা প্রত্যাহার করছি এবং হুমায়ুন-আনোয়ার প্যানেলের সমর্থনে বাকি সময় কাজ করব।” এ বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মোর্শেদ গালিব বলেন, “ধারণা করি তাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে বলেই সরে দাঁড়িয়েছে। যদি নিজ ইচ্ছায় বসতো তাহলে তো আরও আগে সময় থাকতেই মনোনয়নপত্র প্রত্যাহার করতো। প্রত্যাহারের সময় মতো যেহেতু করে নাই তার মানে বোঝা যায় জোরপূর্বক বসানো হয়েছে।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা