আজ রবিবার | ২৪ আগস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ২৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৮

ডেঙ্গু-চিকনগুনিয়ার প্রকোপরোধে নাসিকের গাফিলতি

ডান্ডিবার্তা | ২৪ আগস্ট, ২০২৫ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ডেঙ্গু, চিকনগুনিয়া ও ভাইরাস জ্বরের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। দেওভোগ, মাসদাইর, খানপুর, তল্লা, টানবাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন এসব জ্বরে। এরই মধ্যে বহু প্রাণহানি ঘটেছে। মশক নিধন কার্যক্রমের ঘাটতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। গতকাল শনিবার সকালে পরিবেশবান্ধব মানবিক সংগঠন ‘নির্ভিক’-এর আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, এ শহরে বহুদিন ধরে মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না। অথচ এই জ্বরগুলোর প্রধান বাহকই হচ্ছে মশা। প্রতিটি ঘরে ঘরে রোগ ছড়িয়ে দিচ্ছে তারা।’ তিনি আরো বলেন, ‘আমরা জেনেছি সিটি করপোরেশনে মশক নিধনের বাজেট থাকলেও ইউনিয়ন পরিষদে এর কোনো বরাদ্দ নেই। অথচ সিটি করপোরেশনের বাজেট থাকা সত্ত্বেও তারা কার্যকর কোনো মশক নিধন কর্মসূচি চালাচ্ছে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরো যোগ করেন, ‘নারায়ণগঞ্জ শহরের ড্রেনগুলো দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে আছে। সংস্কারের কাজ যেভাবে বছরের পর বছর ধরে ঝুলে আছে, তা জনগণকে ভোগান্তির মধ্যে ফেলছে। আমি অনুরোধ করব ড্রেনগুলো দ্রুত পরিচ্ছন্ন করুন, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন এবং নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম চালান।’ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শাহীন, নাফিসা আক্তার, সাগর, আক্তার হোসেন, রবি আল হায়দারী ও মো. তৌহিদ পারভেজ সাগর।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা